- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৭, ২০২৪
সাধারণ নির্বাচনের আগের দিন জোড়া বিস্ফোরণ পাকিস্তানে, নিহত ২৪
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে সাধারণ নির্বাচন। তার আগের দিনই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সাধারণ নির্বাচনের প্রাক্কালে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
কোয়েটা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এবং আফগান সীমান্তের ১০০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত পিশিন জেলার এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেই বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এরপর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে পিশিন থেকে ১৫০ কিমি দূরে কিলা সাইফুল্লাহ শহরে জমিয়ত উলেমা ইসলাম নামে একটি ধর্মীয় দলের কার্যালয়ের সামনে। সেখানে ১০ জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। নির্বাচনের আগের দিন বেলুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বিগত কয়েকমাস ধরে পাকিস্তানে বেশ কয়েকটা জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, জমিয়ত উলেমা ইসলাম নামে ওই ধর্মীয় দলটিকে লক্ষ্য করে আগেও জঙ্গি হামলা ঘটেছিল। গত সপ্তাহে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া উভয় প্রদেশেই বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটেছে। বুধবার দুটি বিস্ফোরণের দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশ বিস্ফোরণের কারণ খুঁজে বার করার চেষ্টা করছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
❤ Support Us