Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১০, ২০২২

রুশ হামলায় বিধ্বস্ত প্রসূতি হাসপাতাল। ধ্বংসস্তূপের তলায় বহু শিশু।

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ হামলায় বিধ্বস্ত প্রসূতি হাসপাতাল। ধ্বংসস্তূপের তলায় বহু শিশু।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় বুধবার  নতুন বেসামরিক হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৫১৬ জন নিহত এবং ৯০৮ জন আহত হয়েছে । যদিও এই পরিসংখ্যান অআরও বেশি হবে বলে জানিয়েছে সংস্থাটির একজন কর্মকর্তা। তাঁর মতে প্রকূত সত্য গোপন করছে দুই পক্ষ। তাছাড়া এমন অনেক এলাকা আছে যেস্থানে  সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলে  তথ্য প্রাপ্তি সমস্যা হচ্ছে।

ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে বলেছেন, এ যুদ্ধে বহুমাত্রিক স্বাস্থ্য সঙ্কট সৃষ্টি করছে। রুশ-ইউক্রেন যুদ্ধে দুই সপ্তাহের মধ্যেই প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন।

এ পর্যন্ত ৩৭ শিশুসহ হত ৫০ জন ইউক্রেনবাসী। ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত । আহত হয়েছে আরও ১৫-১৮ হাজার সেনা। রুশ-ইউক্রেনের যুদ্ধ নিয়ে নানা ধরনের তথ্য আসছে । যুদ্ধের সময় যা স্বাভাবিক । দুপক্ষের ক্ষয়ক্ষতি হচ্ছে । ধ্বংস হচ্ছে একাধিক প্রতিষ্ঠান, স্থাপত্য, বাড়ি রাস্তাঘাট । হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত । এ যুদ্ধে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্রমেই ধ্বংস হয়ে পড়ছে তা স্পষ্ট হয়ে উঠছে। ’

ইউক্রেনীয় জরুরী কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা মারিউপোলে রাশিয়ান বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি হাসপাতাল থেকে আহত গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছেন।

ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানোম গেব্রিয়াসাস বলেছেন, আমরা এ পর্যন্ত কমপক্ষে ১৮ টি স্বাস্থ্যবিল্ডিং, স্বাস্থ্য কর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলার ঘটনা যাচাই করেছি। রুশ বিমান হামলায় মারিউপোল বন্দরে একটি প্রসূতি হাসপাতাল ধ্বংস হয়েছে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। মূত কমপক্ষে ১০। ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বহু শিশু । ক্ষুদ্ধ জেলেনস্কি, বর্বরোচিত কাণ্ড।  প্রতিনিহত বেজে উঠছে সাইরেন। আতঙ্কিত মানুষ । কঠোর রোগে আক্রান্ত রোগিদেরও অবস্থা ভয়ঙ্কর। অক্সিজেনের যোগান কমছে। ওষুধ, ইনজেকশন প্রয়োজনীয় সামগ্রীর যোগানও কমে আসছে । পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ছে । এদিকে যুদ্ধ বন্ধের নাম নেই । একদিকে যুদ্ধবাজ পুতিনের আগ্রাসন অন্যদিকে জেলেনস্কির হার না মানা মনোভাব । ইউক্রেনের একাধিক শহর রাশিয়ার বোমায় বিধ্বস্ত । ধ্বংসাভূমি থেকে জিইয়ে জিইয়ে ধোঁয়া উঠছে । আকাশের মুখ ভার । ভয়ঙ্কর বিপদ আছড়ে পড়তে পারে যে কোনও মুহূর্তে ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!