- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৬, ২০২৪
বিরোধিতার মাঝেই আজ উত্তরাখণ্ড বিধানসভায় পেশ অভিন্ন দেওয়ানি বিধি
রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে অনেকটাই এগিয়ে গেল উত্তরাখণ্ডের পুস্কর সিং ধামির নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার সরকার নিযুক্ত উচ্চ পর্যায় কমিটির সুপারিশের ভিত্তিতে উত্তরাখণ্ড মন্ত্রীসভা অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে। আজ সেই বিল বিধানসভার পেশ হওয়ার কথা। অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে উত্তরাখণ্ডের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
২০২২ সালের মার্চ মাসে পুস্কর সিং ধামি সরকারের পক্ষ থেকে অভিন্ন দেওয়ানি বিধির একটা খসড়া প্রস্তুত করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি এই বিলের খসড়া তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেয়। সোমবার দেরাদুনে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির বাসভবনে তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করানো হয়।
অভিন্ন দেওয়ানি বিধি বিলের লক্ষ্য ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য অভিন্ন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, জমি, সম্পত্তি, উত্তরাধিকার আইনের জন্য একটা আইনি কাঠামো প্রদান করা। খসড়া বিলে বহু বিবাহ এবং বাল্য বিবাহের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। এছাড়া সব ধর্মের মেয়েদের জন্য একটা নির্দিষ্ট সাধারণ বিবাহযোগ্য বয়স এবং বিবাহ বিচ্ছেদের অনুরূপ ভিত্তি ও পদ্ধতি প্রয়োগ করারও সুপারিশ করেছে ৫ সদস্যের কমিটি।
অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে সলিম সার্ভিস অর্গানাইজেশন এক বিবৃতিতে বলেছে, ‘এই বিল ধর্মীয় বৈশিষ্টের পরিপন্থী। একটি ধর্মের জন্য নির্দিষ্ট আইনগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’ রাজ্যের প্রধান ইমাম অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে সব ধর্মের আইনি বিশেষজ্ঞদের পরামর্শ না নেওয়ার জন্য সরকারের সমালোচনা করেছেন।
❤ Support Us