- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ১৪, ২০২৪
সিএএ নিয়ে ‘মিথ্যার রাজনীতি’ করছেন বিরোধীরা । অখন্ড ভারতের পক্ষে সাওয়াল তুলেই বিভাজনের অভিযোগ এড়ালেন শাহ
অখন্ড ভারতের পক্ষে সাওয়াল করেই, সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অখন্ড ভারতের পক্ষে সাওয়াল করেই, সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বৃহস্পতিবার সকালে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের ধর্মের ভিত্তিতেই বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান রাষ্ট্রের জন্ম । আর সেখানে নিপিড়িত হিন্দুরা, যাঁরা অখন্ড ভারতের অংশ, তাঁদের নগরিকত্ব দেওয়া হবে এই আইনের ধারায় । বর্তমান আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, তিব্বত আর ভারত নিয়েই অখন্ড ভারতের কল্পণা বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশভাগের সময় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে হিন্দু, শিখ অন্যান্য অমুসলিম ধর্মাবিলম্বীদের যে সংখ্যা ছিল, তা কমেছে । তাঁর বক্তব্য, তাঁরা সেখানে নিপিড়নের শিকার হয়ে ধর্মান্তকরনে বাধ্য হয়েছেন । সেখানে তারা তাদের যোগ্য সম্মান পাচ্ছেন না । অবিভক্ত ভারতে এরা সবাই ছিলেন এখানকার নাগরিক ।
#WATCH | On CAA notification, Union Home Minister Amit Shah says “The people who were part of Akhand Bharat and who were prosecuted or tortured should be given refuge in India and this is our moral and constitutional responsibility. When the partition happened there were 23%… pic.twitter.com/c8oMIPP2Mk
— ANI (@ANI) March 14, 2024
পাশাপাশি তিনি বলেন দেশের সংবিধানে শরনার্থী মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়ার বিধান আছে, তারাও আবেদন করতে পারেন । দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে রাষ্ট্র তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয় ভাবনা চিন্তা করতে পারে । তবে সিএএ সম্পূর্ণভাবেই তিনটি রাষ্ট্র থেকে আগত নিপিড়িত সংখ্যালঘু শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার একটি বিশেষ বিধি । যারা অত্যাচারের শিকার হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ।
#WATCH | On the CAA notification and its provisions, Union Home Minister Amit Shah says, “..Even Muslims have the right to apply for citizenship…The doors have not been closed for anyone…”
“…Even Muslims have the right to apply for citizenship…The doors have not been… pic.twitter.com/SHP9LU76VB
— ANI (@ANI) March 14, 2024
নথিহীনদের ক্ষেত্রে কী হবে, এপ্রশ্নের উত্তরে তিনি বলেন, এবিষয়ে সমাধান সূত্র খুঁজে দেখা হবে । তবে আগত শরণার্থীদের ৮৫ শতাংশের কাছেই প্রয়োজনীয় নথি আছে বলে তাঁর অনুমান । একই সঙ্গে শাহ বলেন, “আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব সুরক্ষিত রাখা আমাদের সার্বভৌম অধিকার । আমরা তার সঙ্গে আপস করব না । সিএএ কখনও প্রত্যাহার করা হবে না । সিএএ নিয়ে দেশ জুড়ে কেন্দ্র সচেতনতামূলক প্রচার করবে বলেও জানান তিনি । পাশাপাশি তিনি এদিন বলেন, নাগরিকত্বের জন্য আবেদন জানানোর কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি । ধীরেসুস্থে আবেদন করলেও চলবে ।
দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সেই বিভ্রান্তি এবং বিতর্কের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানেই দেশ জুড়ে লাগু হওয়া নয়া আইকে ঘিরে বিভ্রান্তি তৈরির জন্য বিরোধী নেতানেত্রীদেরও তোপ দেগেছেন তিনি । লোকসভা ভোটের আগেই কেন সিএএ জারি করা হল, এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধি, মমতা কিংবা কেজরীওয়াল— সব বিরোধী দল মিথ্যার রাজনীতির সঙ্গে যুক্ত ।’ তিনি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝেন না’ । দেশে সিএএ চালু করে বিজেপি ভোটের আগে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন মমতা । এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে, পাল্টা মমতার বিরুদ্ধে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ এনেছেন শাহ ।
#WATCH | On West Bengal CM Mamata Banerjee’s remark on CAA notification, Union Home Minister Amit Shah says,”…She is creating fear… Mamata Banerjee should not stop us from doing this, she should stop infiltration in her state.”
“Mamata Banerjee, there are thousands of… pic.twitter.com/qbhYaKgzbH
— ANI (@ANI) March 14, 2024
বিরোধীদের দাবি, এই আইনে যেহেতু মুসলিমদের উল্লেখ নেই সেই জন্য দেশের ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে । ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতিবেশী বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা ব্যাপক হারে ভারতে চলে আসতে পারে বলে মনে করছেন অনেকেই । এতে বিপন্ন হবে স্থানীয় ভাষা, সংস্কৃতি । সিএএর পরে দেশজুড়ে এনআরসি কার্যকর করে অনেকের নাগরিকত্ব কেড়ে নেবে কেন্দ্র, এমন অভিযোগও উঠেছে । এনিয়ে বিরোধী দলগুলির উদ্দেশে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন , কোনও দল কি দেখাতে পারবে যে, সিএএ-তে কোথাও নাগরিকত্ব যাওয়ার কথা বলা হয়েছে ? সিএএ-র সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি)-র কোনও সম্পর্ক নেই ।
#WATCH | On implementation of CAA in Assam and the link between CAA and NRC, Union Home Minister Amit Shah says “The NRC has nothing to do with the CAA. CAA will be implemented in Assam & other parts of the country. Only the States in the North East where two types of special… pic.twitter.com/l5rBgMccrH
— ANI (@ANI) March 14, 2024
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রশাসনিক সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী সিএএ-র বিরুদ্ধে সরব হয়ে বলেছিলেন, এটা বাংলাকে আবার ভাগ করার খেলা । আমরা এটা করতে দিচ্ছি না । সিএএ করলে যাঁরা নাগরিক, তাঁরা অনুপ্রবেশকারী হয়ে যাবে ।’ বুধবার শিলিগুড়িতেও একই সুরে কেন্দ্রের লাগু করা আইনের বিরোধিতা করেছেন তিনি ।
❤ Support Us