Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৮, ২০২৫

সরকারি চিকিৎসা পরিষেবায় ‘অনন্য’ সংযোজন । এসএসকেএম-এ উডবার্ন ২ ওয়ার্ডের খরচ বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্বাস্থ্যভবন

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি চিকিৎসা পরিষেবায় ‘অনন্য’ সংযোজন । এসএসকেএম-এ উডবার্ন ২ ওয়ার্ডের খরচ বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্বাস্থ্যভবন

কলকাতার এসএসকেএম হাসপাতালে নবনির্মিত উডবার্ন-২ ওয়ার্ড শনিবার থেকে রোগীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ১৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই বহুতল ভবন। ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ তলা ভবনে রয়েছে ১৩১টি আধুনিক কেবিন, যেগুলি শীতাতপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত।

মুখ্যমন্ত্রী উদ্বোধনের সময় বলেছিলেন, “এই পরিকাঠামো ভালো মানের প্রাইভেট হাসপাতালকেও টেক্কা দেবে।” দীপাবলির আগে এবার সেই সরকারি চিকিৎসা পরিসেবা সংক্রান্ত খরচ বিজ্ঞপ্তি দিয়ে জানাল । উডবার্ন-২ ওয়ার্ডে চিকিৎসার দৈনিক খরচ, সাধারণ প্রাইভেট কেবিন ৫০০০ টাকা । ডিলাক্স কেবিন / স্যুট ৮০০০ । এইচডিইউ (High Dependency Unit) ইউনিটের দৈনিক খরচ ১২ হাজার টাকা ।  বাইপ্যাপ ও ভেন্টিলেশনের জন্য আলাদা খরচ ধার্য করা হয়েছে। সরকারি চিকিৎসকরা বিকেল ৩টার পর প্রাইভেট ওপিডি ক্লিনিকে রোগী দেখবেন। ওপিডি ভিজিট ফি ৩৫০, যার মধ্যে ৩০০  টাকা চিকিৎসক পাবেন এবং বাকি ₹৫০ যাবে হাসপাতালের তহবিলে।

প্রাথমিকভাবে কেবিনের খরচ ছিল ২,০০০ বেশি, যা মুখ্যমন্ত্রী নিজে কমিয়ে দেন। স্বাস্থ্য দফতরের মতে, এই পরিষেবা বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক সাশ্রয়ী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের দিন বলেছিলেন , ২০১১ সালে স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৩,৬৮৪ কোটি  টাকা , যা এখন বৃদ্ধি পেয়ে ২১,৩৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ৮ কোটিরও বেশি মানুষ উন্নতমানের চিকিৎসা পাচ্ছেন। রাজ্যে দৈনিক প্রায় ৭,০০০ রোগী স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন।

উডবার্ন-২ ওয়ার্ডের লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করা, যা বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক কম খরচে উপলব্ধ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!