- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১০, ২০২২
যোগি রাজ্যে ৫৮ আসনে ভোট প্রক্রিয়া শুরু ।
বৃহস্পতিবার সকালে রোদের দেখা না মিললেও ভোরবেলা থেকেই পশ্চিম উত্তরপ্রদেশের ৫৮টি আসনে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু । করোনা সাবধানতা মেনেই ভোট গ্রহণ চলছে। উত্তরপ্রদেশে মোট সাত দফার নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে মোট ১১টি জেলার ৫৮টি আসনে। মূলত জাঠ প্রধান এলাকায় এই নির্বাচন উত্তরপ্রদেশের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
নয়ডা, কৈরানা, থানা ভবন, আগ্রা (রুরাল), মুজফ্ফরনগর, মথুরা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ । এই দফার নির্বাচনে মুখোমুখি লড়ছেন ৬১৫ জন প্রার্থী। ২০১৭ সালের নির্বাচনে বিজেপি এই ৫৮ আসনের মধ্যে ৫৩টিতেই জয় পেয়েছিল। এ বারে কী গেরুয়া শিবির আগেই জয় ধরে রাখতে পারে কি না সেটা দেখার জন্য মুখিয়ে আছে গোটা দেশ।
ভোট পর্ব শুরু হওয়ার পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধিসহ অনেকেই। মোদি লিখেছেন, পেহেলে মতদান, ফির জলপান। মোদি সাধারণ মানুষকে যত বেশি সংখ্যায় সম্ভব উপস্থিত হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে উন্নত উত্তরপ্রদেশ গড়ার ডাক দিয়ে টুইট করেছেন অমিত শাহ। রাহুল গান্ধিও লিখেছেন, আসুন, একটি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভোটদান করুন। ট্যুইট করে বিএসপি প্রধান মায়াবতীও।
সপা নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অখিলেশও বলেছেন, এ বারে উত্তরপ্রদেশ জয়ের ক্ষেত্রে সপা আত্মবিশ্বাসী। সব যোগি রাজ্যে টানটান উত্তেজনা ।
❤ Support Us