- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১২, ২০২৪
লোহিত সাগরে রক্তারক্তির গর্জন
হুথির ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র, সহযোগী ব্রিটেন । বদলার হুমকি হুথিদের
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। আমেরিকা এই হামলার সময় হুথিদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল, তার পরেও ইরান সমর্থিত এই শিয়া সশস্ত্র হুথি গোষ্ঠী হামলায় বিরতি টানেনি । হামলার জবাবে এবার প্রত্যাঘাত শুরু করল পশ্চিমী দুনিয়া। আমেরিকা, গ্রেট ব্রিটেন হুথিদের এই আক্রমণের জবাব দিচ্ছে।
লোহিত সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনে, হুথিদের বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা করা হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ হুথিদের হামলার কবলে পড়েছিল, তাই এই প্রত্যাঘাত। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার রাতে বলেছেন, “প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” হুথি বিদ্রোহীরাও হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
গাজায় ইসরায়েলিরা যখন থেকে হামাসের উপর হামলা চালায়, তখনই হুথিরা ক্ষেপে ওঠে। শুরু হয়ে যায়ে তাদের সামরিক তৎপরতা। ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে ইজরায়েল মুখি বাণিজ্য জাহাজে হামলা চালাতে থাকে। গাজায় ইজরায়েলই হামলায় যে পরিস্থিতি তৈরি হয়ে তারই সুযোগ নিতে থাকে তারা। তাদের সমর্থন যোগায়ে ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি রাষ্ট্র।
জো বাইডেন বলেছেন, অস্ট্রেলিয়া, বাহেরিন, কানাডা এবং নেদারল্যান্ডস তাদের অভিযান কে সমর্থন করেছে । আন্তর্জাতিক সম্প্রদায়ে হুথিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তাদের রুখতে দৃঢ়প্রতিজ্ঞ ।
❤ Support Us