Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৭, ২০২২

টি২০ বিশ্বকাপে সবথেকে বেশি রানের মাইলস্টোনের সামনে কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ বিশ্বকাপে সবথেকে বেশি রানের মাইলস্টোনের সামনে কোহলি

ব্যাট হাতে বিরাট কোহলি বাইশ গজে নামলেই রেকর্ডের বন্যা। টি২০ বিশ্বকাপে আরও এক নজির গড়লেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। পৌঁছে গেলেন আরও এক মাইলস্টোনের কাছে। টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। হল্যান্ডের বিরুদ্ধে টপকে গেলেন ক্রিস গেলকে। ১ হাজার রানের  মাইলস্টোনে পৌঁছতে আর মাত্র ১১ রান দরকার কোহলির।
মাহেলা জয়বর্ধনের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে দরকার আর মাত্র ২৮ রান।

টি২০ বিশ্বকাপে সবথেকে বেশি রান করার দিক দিয়ে ক্রিস গেলের পেছনে ছিলেন বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপে গেলের মোট রান ৯৬৫। কোহলির রান ছিল ৯২৭। বৃবস্পতিবার হল্যান্ডের বিরুদ্ধে ৩৯ রান করার সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ান কিংবদন্তীকে টপকে যান কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন কোহলি। টি২০ বিশ্বকাপে এই মুহূর্তে কোহলির মোট রান ৯৮৯। এই রান করতে কোহলি খেলেছেন ২৩টি ম্যাচ। ২১ ইনিংসে তাংর গন ৮৯.‌৯০। টি২০ বিশ্বকাপে হাপ সেঞ্চুরির সংখ্যা ১২টি। কোনও সেঞ্চুরি তিনি করতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ৮৯।
৯৬৫ রান করার পথে ক্রিস গেল খেলেছিলেন ৩৩ ম্যাচ। তাঁর গড় ৩৪.‌৪৬।

টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি রান করেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তাঁর ঝুলিতে রয়েছে ১০১৬ রান। খেলেছেন ৩১টি ম্যাচ। গড় ৫২.‌৮৩। স্ট্রাইক রেট ১৩৮.‌৪৫। সর্বোচ্চ অপরাজিত ১২২। সবথেকে বেশি রানের মাইলস্টোনে পৌঁছতে কোহলির দরকার আর মাত্র ২৮ রান। ভারতের এই প্রাক্তন অধিনায়ক যেরকম ছন্দে রয়েছেন, আশা করা হচ্ছে পরের ম্যাচেই জয়বর্ধনের রেকর্ড ভেঙে দেবেন। কোহলিকে পেছন থেকে তাড়া করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ৩৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৯০৪। এদিনি তিনি ৯০০ রানের মাইলস্টোন অতিক্রম করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!