Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২৮, ২০২২

বিদ্যুতের মন্তব্য—বিশ্বভারতীকে বোলপুর ভারতী হতে দেওয়া যায় না ।

বিদ্যুতের মন্তব্য—বিশ্বভারতীকে বোলপুর ভারতী হতে দেওয়া যায় না ।

নতুন বিতর্ক জুড়ে দিলেন বিশ্ব ভারতীর বিতর্ক প্রবণ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, ‘বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে । এরকম হতে দেওয়া হবে না।’

রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ উপাচার্যকে কটাক্ষ করে বলেছেন, ‘উপাচার্য বিশ্বভারতী চালাতে ব্যর্থ, তাই এই সব অর্থহীন বিবৃতি দিয়ে যাচ্ছেন ।’ চন্দ্রনাথ সিংহ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র । দ্বিতীয়ত, স্থানীয় বিধায়ক । বিশ্ব ভারতীকে নিয়ে তাঁর স্বতঃস্ফূর্ত ভাবাবেগ রয়েছে । উপাচার্যের বিভিন্ন যুক্তিহীন কর্মকাণ্ডে তাঁর সবার আগে সরব হওয়া স্বাভাবিক ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!