- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৯, ২০২৪
রাজ্য জুড়ে বাতিল হচ্ছে আধার। পর্যালোচনায় নবান্নে বৈঠক মুখ্য সচিবের
রাজ্য জুড়ে বাতিল হচ্ছে আধার কার্ড, তার পর্যালোচনায় আজই নবান্নে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন মুখ্য সচিব। সোমাবার বিকেলে ৫টা থেকে শুরু হবে এই ভার্চুয়াল বৈঠক ।
রাজ্যের বিভিন্ন জেলায় যেসব নাগরিকদের আধার বাতিল হয়েছে, তারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই নিয়েই আজকের বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা । নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আধার কার্ড বাতিল যাতে না হয়, সে জন্য কী করণীয়, তা নিয়ে জনসচেতনতা তৈরিতেও বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে আজকের এই বৈঠকে ।
ইতিমধ্যেই রাজ্যের কোন কোন জেলায় এবং ঠিক কী কারনে বাসিন্দাদের কাছে আধার বাতিলের নোটিশ এসেছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেছে রাজ্য সরকার ।
রবিবার সিউড়ির সভামঞ্চ থেকেই আধার বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘কোন অধিকারে, কাউকে না বলে, আধার কার্ড বাতিল করছ? মানুষ যাতে সরকারি পরিষেবা না পায়, তার জন্য কি এমন ব্যবস্থা হচ্ছে?’ মার্চের প্ৰথম সপ্তাহ থেকেই ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ।
এদিনের সভামঞ্চ থেকেই তিনি রাজ্যবাসীকে আস্বস্ত করে বলেন, আধার কার্ড বাতিল হলেও সরকারি পরিষেবা থেকে যাতে জনসাধারণ বঞ্চিত হবেন না। তিনি বলেন, ‘এনআরসি করার চক্রান্ত হচ্ছে । সিএএ করার চক্রান্ত চলছে । এক মাসের মধ্যে ভোট ঘোষণা হবে । তার আগেই নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে।’
❤ Support Us