Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ২৪, ২০২৩

তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে “চন্দ্রযান” পুরস্কার ঘোষণা করলেন  রাজ্যপাল  

আরম্ভ ওয়েব ডেস্ক
তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে “চন্দ্রযান” পুরস্কার ঘোষণা করলেন  রাজ্যপাল  

তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উৎসাহিত করতে ‘চন্দ্রযান পুরস্কার’ ঘোষণা করলেন রাজ্যপাল। বুধবার চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নামার পরেই পশ্চিমবঙ্গ ও কেরলের পড়ুয়াদের জন্য “চন্দ্রযান পুরস্কার” ঘোষণা করলেন সিভি আনন্দ বোস। বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা পড়ুয়াদের ‘চন্দ্রযান পুরস্কার’ বাবদ ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা তিনি ঘোষণা করেন।

হাতের মুঠোয় এখন চাঁদ। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন ইসরোর বিজ্ঞানীরা। এই ঐতিহিসিক দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনই তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে এই “চন্দ্রাযান” পুরস্কার ঘোষণা করলেন সি ভি আনন্দ বোস। এই জন্য রাজভবনে তৈরি করা হবে বিজ্ঞান ও প্রযুক্তি সেল। চাঁদে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দনও জানিয়েছেন বাংলার রাজ্যপাল। ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়েই এই  বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছেন রাজ্যপাল।

চন্দ্রাযান -৩ যা পারল সেটা পারেনি চন্দ্রযান-২, লুনা ২৫। গোটা বিশ্ব যা পারেনি, তাই করে দেখাল ইসরো। ২০১৯-এর ব্যর্থতা ঢেকে গেল ২০২৩-এর ২৩ অগাস্ট। বুধবার সন্ধ্যা ৬ টা ৪ মিনিট ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের তালিকায় মাহেন্দ্রক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে রইল,  রূপকথার চাঁদমামার বাড়ি শেষ পর্যন্ত পৌঁছল ভারত। এর ফলে বিশ্বের মহাকাশ বিজ্ঞানের সাফল্যের এক অন্যান্য নজির গড়ল ভারত।

আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে এল ভারত। পাশাপাশি চাঁদের দক্ষিণ মেরুতে বিশ্বে প্রথম ভারত পৌঁছে আর এক ইতিহাস তৈরী করল।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!