Advertisement
  • এই মুহূর্তে কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৩

সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির মাধ্যমিক টেস্ট পেপার্স ২০২৪ প্রকাশ। এবার একত্রে মডেল প্রশ্নপত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির মাধ্যমিক টেস্ট পেপার্স ২০২৪ প্রকাশ। এবার একত্রে মডেল প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি বা ডাবলুবিজিএসটিএ এবং কথা ও কাহিনী প্রকাশনী-এর যৌথ উদ্যোগে শনিবার সমিতি দপ্তর, হেয়ার স্কুল প্রাঙ্গণ, কলেজ স্ট্রিট কলকাতায় প্রকাশিত হল ডাবলুবিজিএসটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স ২০২৪।
অন্যান্য বছর সমিতির উদ্যোগে মাধ্যমিক মডেল প্রকাশ করা হলেও এই প্রথম সমিতি একটি প্রকাশনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একই বইয়ের মধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একদিকে একাধিক মডেল প্রশ্নপত্র অন্যদিকে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, প্রতিটি বিষয়ের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংকেত এবং প্রতিটি বিষয়ের সাজেশন নিয়ে ৫৮৬ পাতার  ডাবলুবিজিএসটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স ২০২৪ প্রকাশ করলো।

আজকে সমিতির উদ্যোগে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের নির্বাচিত কয়েকজনকে বিনামূল্যে এই টেস্ট পেপারটি বিতরণ করা হল শনিবার।

ডাবলুবিজিএসটিএ-র সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, “মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য নমুনা প্রশ্নপত্রের ভূমিকা অনস্বীকার্য, আমরা আশাবাদী এই বইটি সেই ভূমিকা পালন করবে।”

এর পাশাপাশি প্রতি বছরের মতো এই বছরেও রাজ্যের সরকারি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক কাউন্সেলিং ডিসেম্বর-জানুয়ারি মাসে ধারাবাহিক ভাবে আয়োজন করা হবে বলেও জানান সৌগত বসু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!