Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৮, ২০২২

রাজ্যে স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর কর্মী নিয়োগ, ঘোষণা নবান্নর

তবে পুরো নিয়োগটাই হবে চুক্তিভিত্তিক এবং আউট সোর্সিয়ের মাধ্যমে।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রচুর কর্মী নিয়োগ, ঘোষণা নবান্নর

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়—স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্যদপ্তর, বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরির দেওয়ার কথা জানালেন ।
তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পরই শিল্প এবং কর্মসংস্থানে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিল্প বিনিয়োগের উদ্যোগ নেওয়ার পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান করতে চাইছেন তিনি। সেই উদ্দেশ্যপূরণে এদিন মন্ত্রিসভা একাধিক সিদ্ধান্ত নিল। কর্মসংস্থান নিয়ে মন্ত্রীদের ঘোষণা অনুযায়ী, গ্রাম এবং শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য। তাই দুই ক্ষেত্রেই ১১ হাজার ৫২১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ কর হবে । তবে পুরো নিয়োগটাই হবে চুক্তিভিত্তিক এবং আউট সোর্সিয়ের মাধ্যমে।

খাদ্যদপ্তরে ৩৪২ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে নবান্ন। নিয়োগ হবে প্রকল্প ভিত্তিক।গত বছর হুগলি এবং মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। তাঁদের পরিবারের সদস্যকেও সরকারি চাকরি দেবে রাজ্য।মগরাহাটের নিহত দুজনের পরিবার সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের।

রাজ্যের ট্রাক টার্মিনালগুলি অধিগ্রহণ করবে সরকার। এগুলিতে বিভিন্ন বেনিয়মের অভিযোগ আসছিল। তাই টার্মিনালগুলি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানকার কর্মীদের চুক্তিভিত্তিক চাকরি দেবে রাজ্য। এতদিন তাঁদের বেতন কাঠামোয় ভিন্নতা ছিল। এবার আর সেটা হবে না। রাজ্য সরকার চুক্তির ভিত্তিতে তাঁদের বেতন দেবে।পণ্য পরিবাহী আন্তর্জাতিক লরিগুলির কর কাঠামোর সরলিকরণ করা হল। এতদিন আলাদা আলাদা কর দেওয়া হত। এবার ন্যূনতম একটা কর দিয়ে যেতে পারবে লরিগুলি। কোন লরি আগে যেতে পারবে, সেটা নির্ধারণ করতে দু’টি তালিকা তৈরি হয়েছে। পচনশীল সামগ্রীর ট্রাক আগে ছাড়া হবে। তার পর যাবে বাকি ট্রাক।

সিলিকন ভ্যালির জমি বন্টন নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভ্যালিতে এতদিন ইনফরমেশন টেকনোলজি সংস্থাকে জমি দেওয়া হত। এবার থেকে সেখানে চিপ এবং সেমি কনডাক্টর প্রস্তুতকারক সংস্থাকেও জমি দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!