- দে । শ প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২, ২০২৪
মাধ্যমিক শুরু । রাজ্যের ২৬৭৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৯ লক্ষ ২৩ হাজার পরীক্ষার্থী
ফাইল চিত্র
আজ থেকে শুরু হল মাধ্যমিক। এবছর ৯ লক্ষ ২৩ হাজার পরীক্ষার্থী ২৬৭৫টি কেন্দ্রে মাধ্যমিক দেবে । নতুন সময় সূচি অনুযায়ী সকাল ৯টা ৪৫ মিনিটে থেকে দুপুর একটা পর্যন্ত চলবে পরীক্ষা ।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার আগেরদিনই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি লিখেছেন, “জীবনের প্রথম বড়ো পরীক্ষায় বসতে চলা সমস্ত ছাত্রছাত্রীকে শুভকামনা জানাই । মাথা ঠান্ডা রেখে, শান্ত মনে, নিজের সাধ্য অনুযায়ী পরীক্ষা দিন । পরীক্ষা খুব ভালো হোক সকলের।” পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । শুভেচ্ছাবার্তায় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান ।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৪ লক্ষ ৫ হাজার জন ছাত্র ও প্রায় ৫ লক্ষ ১৭ হাজার ছাত্রী । সকাল সাড়ে ৮ টা থেকে, রাজ্যে মাধ্যমিকের জন্য নির্দিষ্ট কেন্দ্রে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা । ৯ টা ৪৫-এ তাদের প্রশ্নপত্র দেওয়া হয় । ১০টা থেকে প্রদত্ত উত্তরপত্র লেখা শুরু করে পরীক্ষার্থীরা ।
এ বছরই প্রথমবার মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে থাকছে একটি করে স্বতন্ত্র সিরিয়াল নম্বর তথা কোড ।মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে , প্রশ্নপত্রের প্রতিটি পাতায় একটি সিরিয়াল নম্বর লুকনো রয়েছে। কেউ প্রশ্নপত্রের কোনও ছবি তুললে লুকিয়ে থাকা কোডের মাধ্যমে সহজেই তাঁকে চিহ্নিত করা যাবে । প্রশ্নপত্র বিতরণের আগে গোটা ব্যবস্থাটি উপস্থিত সব পরীক্ষার্থীদের বুঝিয়ে বলবেন ইনভিজিলেটররা । পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে থাকা সিরিয়াল নম্বরটি উত্তরপত্রে এবং অ্যাটেন্ডেন্স শিটে লিখতে হবে । এছাড়া, গত বছরের মতোই সিসিটিভি নজরদারি থাকছে সব পরীক্ষাকেন্দ্রে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরের তালিকা । পরীক্ষার দিনগুলিতে, রাজ্যের প্রতিটি জেলায় সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চালু থাকবে এই কল সেন্টার।
❤ Support Us