Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১, ২০২৪

কংগ্রেসের বকেয়া আয়কর আদায়ে দ্রুত পদক্ষেপ নয়, শীর্ষ আদালতে জানাল আয়কর দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
কংগ্রেসের বকেয়া আয়কর আদায়ে দ্রুত পদক্ষেপ নয়, শীর্ষ আদালতে জানাল আয়কর দফতর

লোকসভা নির্বাচনের আগে আয়কর সংক্রান্ত মামলায় স্বস্তিতে কংগ্রেস। বকেয়া আয়কর আদায়ের ব্যাপারে কংগ্রেসের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিম কোর্টকে এমনই জানিয়েছে আয়কর দপ্তর। জরিমানাসহ বকেয়া আয়কর বাবদ ৩৫০০ কোটি টাকা দাবি করে কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছিল। এই নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস।

বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চকে আয়কর দপ্তরের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মামলার চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে কোনও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে না। শুনানির শুরুতেই মেহতা আদালতকে বলেন, ‘‌আমি এই বিষয়ে একটি বিবৃতি দিতে চাই। কংগ্রেস একটি রাজনৈতিক দল এবং যেহেতু নির্বাচন চলছে, তাই আমরা কংগ্রেসের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না।’‌

কংগ্রেসের প্রবীণ আইনজীবী অভিষেক সিংভি আয়কর দপ্তরের এই মানসিকতার প্রশংসা করেছেন। এই সিদ্ধান্তকে ‘‌সদয়’‌ বলে অভিহিত করেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়কর বিভাগ থেকে তারা নতুন নোটিশ পেয়েছে। সেই নোটিশে ২০১৪–১৫ ও ২০১৬–১৭ আর্থিক বছরে ১৭৪৫ কোটি টাকা আয়কর দাবি করা হয়েছে। সর্বশেষ এই নোটিশের মাধ্যমে আয়কর বিভাগ কংগ্রেসের কাছ থেকে মোট ৩৫৬৭ কোটি টাকা দাবি করেছে। ইতিমধ্যেই কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ১৩৫ কোটি টাকা তুলে নিয়েছে আয়কর দপ্তর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!