Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৬, ২০২৪

মধ্যপ্রদেশের হরদায় বাজি কারখানায় বিস্ফোরণ। নিহত ১১, আহত শতাধিক

ঘটনায় নিহতদের পরিবারকে চারলক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন যাদবের । উদ্বারকার্যে তলব জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যপ্রদেশের হরদায় বাজি কারখানায় বিস্ফোরণ। নিহত ১১, আহত শতাধিক

বাজি কারখানায় আবারও বিস্ফোরণ । এবার মধ্যপ্রদেশের হরদায় প্রাণ গেল ১১ মানুষের । আহত এখনো পর্যন্ত পঞ্চাশ । মঙ্গলবার সকালে ভয়াবহ বিস্ফোরণে বাজি কারখানার নিকটস্থ ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে ।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় সরকারি আধিকারিক । তাদের আশঙ্কা বাড়তে পারে হতাহতের সংখ্যা । ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে ওই বাজি কারখানায় পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে । মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে আশপাশের বাড়িগুলোতে । ফলে বহু মানুষ এখনো আটকে আছেন বাজি কারখানার আশেপাশের বিস্তীর্ণ এলাকায়।

হারদার জেলাশাসক ঋষি গর্গ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাজি কারখানায় পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে অঞ্চল, সেখানে আটকে পরা মানুষদের উদ্বারকাজ শুরু করেছে প্রশাসন । আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । গরুতর আহতদের স্থানান্তরিত করা হয়েছে ভোপাল এবং ইন্দোরের হাসপাতালে । দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে । ঘটনাস্থলে ইতিমধ্যেই ৭০টি অ্যাম্বুল্যান্স পৌঁছেছে। আগ্নিদগ্ধ কারখানায় এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ আধিকারীরা জানিয়েছেন, সকালে বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক । কালো ধোওয়ায় ঢেকে গিয়েছিল ওই মফস্বল শহর।
পার্শ্ববর্তী নর্মদাপুরম জেলার সিওনি মালওয়া এলাকার মানুষও সেই কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।সেখানে দেখা যাচ্ছে কারখানা থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। পাশের রাস্তায় বিস্ফোরণের জেরে আতঙ্কিত লোকজনদের পালাতে দেখা যায়।

যদিও কী কারনে আগুন এবং বিস্ফোরণ তা এখনও অজানা। আপাতত, আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারের উপরই জোর দেওয়া হচ্ছে। তবে, এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিশদ তদন্ত করা হবে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই ইতিমধ্যেই ঘটনাস্থলে গেছেন মন্ত্রী উদ্বব প্রতাপ যাদব, মুখ্যসচিব এবং সরকারি আধিকারিকরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাস্থলে উদ্বারকার্যে ইতিমধ্যেই একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে । পরিস্থিতি  নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী । ঘটনায় নিহতদের পরিবারকে চারলক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন তিনি । পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অগ্নিকান্ড এবং বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!