- এই মুহূর্তে বৈষয়িক
- ডিসেম্বর ৬, ২০২৩
ক্ষমতার নিরিখে ফোর্বস তালিকায় ৪ ভারতীয় কৃতী
ফোর্বস ম্যাগাজিন ২০২৩ সালের জন্য তাদের বিচারে বছরের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকা প্রকাশ করেছে, তাতে চার ভারতীয়কে মহিলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় শীর্ষস্থানীয় ভারতীয় মহিলা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহিলাদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে টেলর সুইফ্ট এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতো ব্যক্তিত্বও রয়েছেন। ফোর্বস ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে তিনজন ভারতীয় ব্যবসায়ী মহিলার উল্লেখ রয়েছে।
ফোর্বসের তালিকায় নির্মলা সীতারামন ৩২ তম স্থানে ছিলেন, অন্য তিনজন ভারতীয় হলেন – এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা (স্থান ৬০), স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন সোমা মণ্ডল (স্থান ৭০), এবং বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ (স্থান ৭৬)। নির্মলা সীতারামন ২০১৯ সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রীর পদেও কাজ করেন। এর আগে, সীতারামন ভারতের ২৮ তম প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এই দুই মন্ত্রকের দায়িত্ব পালনকারী দেশের দ্বিতীয় মহিলা হলেন নির্মলা সীতারামন।
গত বছর, অর্থমন্ত্রী ফোর্বসের ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় ৩৬ তম স্থানে ছিলেন। এদিকে, ফরচুন তাঁকে ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলা হিসাবে চিহ্নিত কটেছিল।তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কের ভারতীয় মহিলা হলেন ব্যবসায়ী শিব নাদারের কোটিপতি কন্যা রোশনি নাদার। তিনি ২০২০ সালের জুলাই মাসে এইচসিএল-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কোম্পানির সমস্ত কৌশলগত সিদ্ধান্তের দায়িত্বে তিনি রয়েছেন।
ফোর্বস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহিলাদের তালিকা :২০২৩
তালিকার সবচেয়ে ক্ষমতাধর নারী, শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্মলা সীতারামন (র্যাঙ্ক ৩৬), রিহানা (র্যাঙ্ক ৭৪) এবং ডোনা ল্যাংলি (র্যাঙ্ক ৫৪) এর মতো বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বদের থেকে উচ্চতর স্থান পেয়েছেন। শীর্ষ ১০ তালিকার অন্য নারীদের মধ্যে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, মেলিন্ডা গেটস এবং জেন ফ্রেজার।
❤ Support Us