- দে । শ
- ফেব্রুয়ারি ৫, ২০২৫
কালনার সহজপুরে বোমা উদ্ধার

তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের দোকানের অদূরেই উদ্ধার সকেট বোমা। কালনার সহজপুরের খুলাগড়ের পাড় এলাকার ঘটনাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমটিকে ঘিরে রাখে। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে এসে বোমটিকে নিষ্ক্রিয় করে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা ১নং ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুর খুলাগড়ের পাড় এলাকায় মেন রোডের ধারে ফাঁকা জায়গায় লম্বা পাইপের মত একটি সকেট বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশকে।
এরপরেই সংশ্লিষ্ট বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের অদূরেই তৃণমূলের জেলা পরিষদের সদস্য বাপন শেখের একটি হার্ডওয়ারের দোকান রয়েছে। দোকানের কর্মচারী নাসিম মণ্ডল জানান, ‘আমাদের শ্রমিকরা ওখানে কাজ করছিল। রাত ৮টা নাগাদ কৌটো বোমার মত একটি জিনিস ওদের নজরে আসে। এরপরেই ঘটনার কথা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে এলাকাটিকে ঘিরে রাখে।’ প্রশ্ন উঠছে, কে বা কারা এইভাবে বোমা রেখে পালালো ? স্থানীয় তৃণমূল নেতা তথা কাঁকুড়িয়া পঞ্চায়েতের সদস্য সুমিত ঘোষ বলেন, ‘আমাদের এই এলাকা বেশ শান্তিপূর্ণ। কোনোদিনই এমন ঘটনা ঘটেনি। এই প্রথমবার হল। আমরা পুলিশকে সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’ কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরী বলেন, ‘বোম জাতীয় একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে নিষ্ক্রিয় করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে ফেলে রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে ।
❤ Support Us