Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৫, ২০২৫

হোলি উদযাপনে ঘিরে অশান্তি। কড়া নিরাপত্তা গিরিডিতে

আরম্ভ ওয়েব ডেস্ক
হোলি উদযাপনে ঘিরে অশান্তি। কড়া নিরাপত্তা গিরিডিতে

শুক্রবার হোলি উদযাপনের সময় দুটি সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি। সংঘর্ষের ঘটনায় যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে এলাকায় শান্তি বিঘ্নিত হয়েছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।

গিরিডির ঘোড়থম্ভা চকের কাছে একটা সরু রাস্তা দিয়ে হোলির শোভাযাত্রা যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি ভিন্ন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়, যা দ্রুত সংঘর্ষের আকার নেয়। যার ফলে প্রায় এক ঘন্টা ধরে বিশৃঙ্খলা দেখা দেয়। গোলযোগের খবর পেয়ে জেলা সদর দপ্তরের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তার আগেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় কোনও বড় ধরনের আঘাতের খবর পাওয়া যায়নি।

এসপি বিমল বলেন, ‘‌হোলি উদযাপনের সময় ঘোড়থম্বা ওপি নির্বাচনী এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কোনও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকটা গাড়িতে আগুন লাগানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’‌

ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার স্মিতা কুমারী বলেছেন ‘‌হোলি উদযাপনের সময় কিছু সমাজবিরোধী আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছিল। কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যে তথ্য পেয়েছি, সেই অনুযায়ী কিছু সমাজবিরোধী কয়েকটা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত করা হচ্ছে।‌ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।’‌


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!