Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৫, ২০২৪

‌জেনেভা ওপেনের সেমিফাইনালে হেরে বিদায়, ফ্রেঞ্চ ওপেন নিয়ে চিন্তিত জকোভিচ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌জেনেভা ওপেনের সেমিফাইনালে হেরে বিদায়, ফ্রেঞ্চ ওপেন নিয়ে চিন্তিত জকোভিচ

ফ্রেঞ্চ ওপেন খেতাব আদৌও ধরে রাখতে পারবেন তো নোভাক জকোভিচ?‌ পরপর দুটি প্রতিযোগিতায় ব্যর্থতা প্রশ্নটা সামনে এসে পড়েছে। জকোভিচ নিজেও খেতাব ধরে রাখার ব্যাপারে যথেষ্ট চিন্তিত। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে ইতালিয়ান ওপেনে ও জেনেভা ওপেনে খেলতে নেমেছিলেন জকোভিচ। দুটি প্রতিযোগিতাতেই ব্যর্থ। শুক্রবার জেনেভা ওপেনের সেমিফাইনালে বিশ্বের ৪৪ নম্বর খেলোয়াড় টমাস মাচাকের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা।
২৪ বারের গ্র‌্যান্ডস্লাম জয়ী জকোভিচ প্রথম সেটে ভাল শুরু করতে পারেননি। ৬–৪ ব্যবধানে জিতে এগিয়ে যান মাচাক। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৬–০ ব্যবধানে উড়িয়ে দেন মাচাককে। তৃতীয় সেটে আবার দুরন্ত প্রত্যাবর্তন মাচাকের। বিশ্বের এক নম্বর তারকাকে দাঁড়াতেই দেননি। ৬–১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান। দুজনের এই সেমিফাইনাল ম্যাচ ২ ঘন্টা ৬ মিনিট স্থায়ী হয়েছিল।
মাচাকের কাছে হারের পর বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ স্বীকার করেছেন যে, তিনি ফ্রেঞ্চ ওপেন শিরোপা রক্ষার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘‌এই বছর আমি মোটেও ভাল খেলতে পারিনি। ফ্রেঞ্চ ওপেন জেতার ব্যাপারে অবশ্যই আমি চিন্তিত। তবে এই জয় মাচাকের প্রাপ্য ছিল। সত্যি বলতে কী এই ম্যাচ নিয়ে ভাবতে চাই না, দ্রুত ভুলে যেতে চাই।’‌  রোল্যান্ড গ্যারোঁতে জকোভিচ প্রথম রাউন্ডে ফ্রেঞ্চম্যান পিয়েরে–হুগেস হারবার্টের মুখোমুখি হবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!