- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
দেশ জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত ৪, আক্রান্ত ৭৫২, চলতি বছরের ২১-মে-র পর এটাই সবচেয়ে বেশি সংক্রমণ

বড়দিন আর বর্ষবরণের মুখেই দেশ জুড়ে করোনা সংক্রমণ তীব্রতা বাড়ছে। করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট জে এন. ১। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন সাতশোরও বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানান হয়েছে, একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। চলতি বছর ২১ মে’র পর এটাই দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৬৪০। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সংক্রমণ লাফিয়ে বেড়েছে। আর এর জেরেই অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪২০। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৪ জনের।
দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৭টি রাজ্যে নতুন করে কোভিড-১৯ উদ্বেগ বাড়াচ্ছে। যার শীর্ষে রয়েছে কেরল। একদিনে কেরলে সংক্রমিত হয়েছেন ২৬৬ জন। এরপরই রয়েছে কর্নাটক, সংক্রমণ হয়েছে ৭০ জনের, মহারাষ্ট্রে ১৫ সংক্রমিত হয়েছেন, তামিলনাড়ুতে ১৩ জন সংক্রমিত হয়েছেন, গুজরাটে সংক্রমিত হয়েছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় যে চার জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে দুজনেই কেরলের বাসিন্দা ছিলেন। বাকি দুজন কর্নাটক এবং রাজস্থানের বাসিন্দা। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৩২ জনে।
এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, গত এক মাসে গোটা বিশ্বে করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও নতুন সাব-ভ্যারিয়েন্টে কত শতাংশ মানুষ আক্রান্ত, সেই হিসেবটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এর মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে প্রায় সব রাজ্যেই নতুন করে বিধিনিষেধ জারির পথে হাঁটছে প্রশাসন। এখন প্রশাসনের লক্ষ্য একটাই, বিধিনিষেধ আরোপ করে করোনার হাত থেকে মানুষদের রক্ষা করা।
❤ Support Us