Advertisement
  • বৈষয়িক
  • নভেম্বর ২৬, ২০২২

জুকারবার্গের পদত্যাগের আশঙ্কা উড়িয়ে দিল মেটা। তথ্যপ্রযুক্তির নাড়িতে দুঃস্বপ্ন অব্যাহত

আরম্ভ ওয়েব ডেস্ক
জুকারবার্গের পদত্যাগের আশঙ্কা উড়িয়ে দিল মেটা। তথ্যপ্রযুক্তির নাড়িতে দুঃস্বপ্ন অব্যাহত

মন্দার চাপ সামাল দিতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন নামী তথ্য প্রযুক্তি সংস্থা। এলেন মাস্কের টুইটার ইতিমধ্যে ব্যয় সঙ্কোচন আর কর্মী ছাটাইয়ের পথে হাঁটছেন। কর্মীদের দৈনন্দিন হাজিরাকে বাধ্যতামূলক করে এলেন নির্দেশ দিয়েছেন, প্রতি সপ্তাহে অন্তত ৮০ ঘন্টা কাজ করতে হবে। ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও মেটার কর্মী সঙ্কোচনের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে ঘিরে ইতিমধ্যেই গুজব ছড়িয়ে পড়েছে, যে জুকারবার্গ আগামী বছর মেটার প্রধান কার্যনির্বাহীর দায়িত্ব ছেড়ে দিতে পারেন। ভিত্তিহীন খবর। জুকারবার্গ এরকম কোনো সিদ্ধান্ত ব্যক্ত করেননি। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন, জুকারবার্গের পদত্যাগের সম্বাবনা গুজব মাত্র। মেটা প্রধান পিছু হটবেন না। সিদ্ধান্তে তিনি অটল। গত মঙ্গলবার হঠাৎ মেটার শেয়ারের দামে তারতম্য দেখা যায়। বিনিয়োগকারীদের তখন মাথায় হাত। কেউ কেউ লোকসানের আশঙ্কা আঁচ করে জুকারবার্গের সাম্ভাব্য পদত্যাগের খবর রটাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে ওঠেন মেটার উচ্চপদস্থ কর্মীরা। বিবৃতিতে সরাসরি জানিয়ে দেন মুখপাত্র অ্যান্ডি স্টোন, খবর ভিত্তিহীন। গুজবের নৌক প্রযুক্তির বাজারে ভাসছে। মেটার সঙ্কট উড়িয়ে দেবার বিষয় নয়। ২০০৪ সালের (প্রতিষ্ঠাবর্ষ) পর এই প্রথম কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ১১ হাদার কর্মীকে(১৩ শতাংশ) বাদ দেওয়ার পরিকল্পনা জানিয়ে দেয় মেটা। হাজার হাজার কর্মী আর তথ্যপ্রযুক্তির সংগঠক ও ক্রমীদের সামনে মেটার সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়েছে দুর্ভেদ্য দুঃস্বপ্ন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!