- দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৪
ইমেল আলাপে বিশ্বভারতীর অধ্যাপক কে অমর্ত্য : বাংলার ঐক্যবদ্ধ সত্তার সুদৃঢ় নিরাপত্তা জরুরি। দরকার অনুকূল রাজনৈতিক পরিবেশ
বাংলায় ধর্মনিরপেক্ষতা আর হিন্দু মুসলিম ঐক্যের সুদৃঢ় নিরাপত্তা রক্ষা করা একান্ত প্রয়োজন। এর অনুকূলে রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাটা অত্যন্ত জরুরি। বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক এবং অধ্যাপক সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্যের সঙ্গে সম্প্রতি, বাংলা আর ভারতের রাজনীতি ও সংস্কৃতি নিয়ে ইমেল সংলাপে বিষয়টি নিয়ে বিস্তৃত কথা হয়েছে নোবেল জয়ী বিবেকের। অধ্যাপক অমর্ত্য সেন সরাসরি বলেছেন, ১.বাংলার সাম্প্রদায়িকতা বিরোধিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। এটা মনে রেখেই ধর্মনিরপেক্ষতা আর হিন্দু-মুসলিম ঐক্যকে আরও নিশ্চিত করতে হবে। ২.উপযুক্ত রাজনৈতিক পরিবেশ গড়তে হবে। একথা ভাবলে ভুল করা হবে যে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তি হেরে গেছে। হারেনি। সবথেকে বড় জরুরি, আমরা বাংলার ঐক্যবদ্ধ পরিচিতির সত্তাকে হারিয়ে ফেলতে পারি না। ৪. আলাদাভাবে নয়, হিন্দু ও মুসলিমকে এক হয়ে কাজ করতে হবে। সমাজে বিভাজন তৈরির বিরুদ্ধে লড়তে হবে। বাংলার আবহমান ঐক্যের ঐতিহ্য খুবই বলবান। তার নিশ্চিত নিরাপত্তা দরকার। প্রয়োজন অনুকূল রাজনৈতিক পরিবেশ। প্রসঙ্গত, অধ্যাপক অমর্ত্য সেন তাঁর মাতামহকে স্মরণ করে বলেছেন, “আমার দাদু কৃতি মোহন সেন লিখেছিলেন, একে-অপরকে সহ্য করাই নয়, তাঁদের একে অন্যের সঙ্গে কর্মে ব্রতী হওয়া প্রয়োজন, যা ঐতিহাসিকভাবে হয়ে এসেছে। এর সাক্ষ্য বহন করছে, সমৃদ্ধ সাহিত্য, স্থাপত্য, ব্যাতিক্রমী শিক্ষাকর্ম ও এরকম আরও অনেক যৌথকর্ম।”
❤ Support Us