Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৪

সন্দেশখালির স্পর্শকাতর ১৯ এলাকায় জারি ১৪৪ ধারা

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালির স্পর্শকাতর ১৯ এলাকায় জারি ১৪৪ ধারা

গোটা সন্দেশখালি নয়, ১৪৪ ধারা জাড়ি থাকবে নির্দিষ্ট কিছু অঞ্চলে। গতকাল এই মামলার শুনানিতে সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । তারপরই মঙ্গলবার রাত থেকে ধামাখালি ঘাট, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করার নির্দেশিকা জারি করে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন। সেই নির্দেশিকায় বলা হয় ১৪৪ ধারা জারি থাকবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।

মঙ্গলবার রাজ্য পুলিশের কাছে সন্দেশখালি জুড়ে কিসের ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, তার তথ্য চায় আদালত । যথার্থ তথ্য দিতে পারেনি পুলিশ ।মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ১৪৪ ধারা জারি করার আগে ভালভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল। যত্ন নিয়ে খতিয়ে দেখা উচিত ছিল। ১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। তারপরই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১৪৪ ধারা তুলে নিয়েছিল প্রশাসন । পরবর্তীতে স্পর্শকাতর জায়গা চিহ্নিত করে নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন । যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ।

প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাত পৌনে ১২টা নাগাদ থেকে ধামাখালি ঘাট–সহ সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১৯টি জায়গায় ১৪৪ ধারার নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৪৪ ধারা জারি থাকবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!