Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৭, ২০২৫

রাজ্যসভায় ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে আলোচনায় নারাজ কেন্দ্র, প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে বিরোধীরের ওয়াক-আউট

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যসভায় ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে আলোচনায় নারাজ কেন্দ্র, প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে বিরোধীরের ওয়াক-আউট

‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে আবার সরগরম রাজ্যসভা। আলোচনায় নারাজ কেন্দ্র। প্রতিবাদে তৃণমূল-সহ বিরোধীদলের সাংসদরা ওয়াক-আউট করেছেন। জোড়াফুল শিবিরের সাফ কথা, ভুয়ো ভোটারের থেকে যাওয়া আর সুষ্ঠ নির্বাচন কখনো একসাথে হতে পারে না।

‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে ফের সরগরম রাজধানীর রাজনীতি। বৃহস্পতিবার রাজ্যসভায় ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে আলোচনার দাবি করে তৃণমূল সহ বিরোধীদলগুলি। তৃণমূলের সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে ভূতুড়ে ভোটার কার্ড ইস্যুতে আলোচনার জন্য নোটিস জমা দেন। তবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় সেই নোটিস গ্রহণ করতে অস্বীকার করেন। কেন্দ্র সরকার পক্ষের সাংসদরাও আলোচনায় রাজি হন নি। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা, একপর্যায়ে ওয়াক-আউট করেন তাঁরা।

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘ভুয়ো এপিক কার্ড এবং সুষ্ঠু নির্বাচন একসঙ্গে হতে পারে না। আমরা বারবার আলোচনার দাবি জানাচ্ছি, কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না। তাই আমাদের বাধ্য হয়ে ওয়াকআউট করতে হয়েছে’ তিনি আরো বলেন, ‘দিল্লি এবং মহারাষ্ট্রে ভূতুড়ে ভোটার কার্ডের মাধ্যমে বিজেপি নির্বাচনে জয়লাভ করেছে। বাংলায় তাঁরা সেই একই ছক কষছিল। তবে আমাদের নেত্রী তাঁদের সে চক্রান্ত বুঝে ফেলেছেন। বিজেপির কোনো সদুত্তর নেই, তাই ওরা আলোচনায় রাজি হচ্ছে না।’ তৃণমূলের তরফে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে তৃণমূল অদূর অভিষ্যতে রাজধানীর বুকে একাধিক কর্মসূচি নিতে চলেছে। পুনরায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ারও পরিকল্পনা করছে।

সম্প্রতি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ‘ভূতুড়ে ভোটার’ বিষয়টিও সামনে আনেন। বিজেপি ও ইলেকশন কমিশনের মধ্যে যোগসাজসের অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন মহারাষ্ট্র ও হরিয়ানার মতো বাংলাতেও ভুয়ো ভোটার দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে গেরুয়া শিবির। তাঁর এ হেন বক্তব্যে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু অভিযোগ নয়, এরপর ভুয়ো ভোটার ধরতে বিধানসভা কেন্দ্রগুলিতে অভিযান শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিলেন জোড়াফুলের সাংসদ, বিধায়করা। সেখানে সদ্দুর না পাওয়ার রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এ ইস্যুতে বিজেপি পাল্টা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলে। কয়েকদিন আগে, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হয়েছিল তৃণমূল-বিজেপি উভয়েই, সেখানেও এ সমস্যার সুরাহা হয় নি।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!