- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২১, ২০২২
রাইসিনা দখলের ভোট গণণায় এগিয়ে উপারবেদার কন্যা

দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সরগরম ছিল দেশের রাজনৈতিক আবহাওয়া । আগামী পাঁচ বছরের জন্য, রাইসিনার মসনদে কে? কে হবেন দেশের সাংবিধানিক প্রধান, সে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । আজ সকাল এগারোটা থেকে সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের গণণা । প্রথম রাউন্ডের গণনার ফলাফলে, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিংহের থেকে অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির সহ, বেশ কয়েকটি অবিজেপি রাজনৈতিক দলের সমর্থন প্রাপ্ত প্রার্থী দ্রৌপদী মুর্মু । প্রথম রাউন্ডের শেষে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০। যশবন্ত সিংহ পিছিয়ে আছেন ৩৩২ ভোটে ।
১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয় দেশ জুড়ে । রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব নিকেশে প্ৰথম থেকেই বেশ খানিকটা এগিয়ে ছিলেন উড়িষ্যার উপারবেদা গ্রামের কন্যা, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী।
দেশের শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচনে তাঁর সাফল্যে আশাবাদী তাঁর জন্মস্থানের মানুষ । ভুবনেশ্বর থেকে ২৮০ কিলোমিটার দূরের উপারবেদায় তাই সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ ।
১৮ জুলাই ‘ক্রস ভোট’ ও অর্থের বিনিময়ে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয় । প্রায় ৯৯ শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় ।
প্রসঙ্গত, ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ । তার ঠিক পরের দিনই, ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি । এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪,৭৯৬ জন সাংসদ ও বিধায়ক ।
❤ Support Us