- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৫, ২০২৫
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত সাঁইথিয়া, বন্ধ ইন্টারনেট পরিষেবা

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া। যার জেরে সাঁইথিয়া শহরের কাছে পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। হিংসার গুজব যাতে না ছড়ায় ও অবৈধ কার্যকলাপ আটকাতে এই পদক্ষেপ। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘টেলিযোগাযোগ আইন, ২০২৩ এর আওতায় কোনও টেলিযোগাযোগ পরিষেবা বা টেলিযোগাযোগ নেটওয়ার্ক দ্বারা প্রেরণের জন্য আনা, প্রেরণ করা বা গ্রহণ করা, কোনও ব্যক্তি বা শ্রেণীর ব্যক্তি, কোনও টেলিযোগাযোগ সরঞ্জাম বা শ্রেণীর টেলিযোগাযোগ সরঞ্জাম, বা কোনও নির্দিষ্ট বিষয় সম্পর্কিত কোনও তথ্য সম্পর্কিত বার্তা বা শ্রেণীর বার্তা, জনশৃঙ্খলা বজায় রাখার এবং কোনও অপরাধ সংঘটনের প্ররোচনা রোধ করার স্বার্থে সাময়িকভাবে প্রেরণ করা হবে না।’ নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, ভয়েস কল এবং এসএমএস পরিষেবাগুলি প্রভাবিত হবে না।
নির্দেশে উল্লেখ করা হয়েছে, ‘কিছু এলাকায় সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে, বীরভূম জেলার সাঁইথিয়া থানার আওতাধীন সাঁইথিয়া পৌরসভার সাঁইথিয়া শহর এলাকা, হাতোরা, মাঠপালসা, হরিসারা, ফারিয়াপুর এবং ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী কয়েক দিনের জন্য বেআইনি কার্যকলাপের জন্য ইন্টারনেট ট্রান্সমিশন এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোন ব্যবহার করা হতে পারে, তাই পরিষেবাটি সাময়িকভাবে বন্ধ করা হল। ১৪ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং ১৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।’
দোলের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে বীরভূমের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে অশান্তির পরিবেশ তৈরি হয়। সাঁইথিয়া থানার আওতাধীন সাঁইথিয়া পৌরসভার সাঁইথিয়া শহর এলাকা, হাতোরা, মাঠপালসা, হরিসারা, ফারিয়াপুর এবং ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকায় উত্তেজনা কমাতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
❤ Support Us