Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৭, ২০২৫

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও গুজরাট

আরম্ভ ওয়েব ডেস্ক
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও গুজরাট

ঘোষিত হল মহিলাদের প্রিমিয়ার লিগের সুচি। ১৪ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু। বরোদায় কোটাম্বিতে নবনির্মিত বিসিএ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট জায়ান্টস। এবার মোট ৪টি ভেন্যুতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল মহিলাদের প্রিমিয়ার লিগকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়ার। পরিকল্পনা মতো ৪টি শহরে খেলা হচ্ছে। বরোদায় প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের খেলা হবে বেঙ্গালুরুতে। তারপর লখনউয়ে। লিগের খেলার পাশাপাশি প্লেঅফের ম্যাচগুলি হবে মুম্বইয়ে। ফাইনালও মুম্বইয়ে।

বরোদায় ১৪ ফেব্রুয়ারি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট জায়ান্টস ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু। ১৫ ফেব্রুয়ারি মুম্বই ইন্ডিয়ান্সের সামনে দিল্লি ক্যাপিটালস। ১৬ ফেব্রুয়ারি গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়রজের ম্যাচ। পরের দিন দিল্লি ক্যাপিটালসের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ ফেব্রুয়ারি গুজরাট জায়ান্টস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। ১৯ ফেব্রুয়ারি ইউপি ওয়ারিয়রজের সামনে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ দিয়েই শেষ বরোদা পর্বের খেলা।

২১ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরু পর্বের খেলা শুরু। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২২ ফেব্রুয়ারি দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়রজ। ২৪ ফেব্রুয়ারি আরসিবির সামনে ইউপি ওয়ারিয়রজ। ২৫ ফেব্রুয়ারি দিল্লি বনাম গুজরাট দ্বৈরথ। মুম্বই ইন্ডিয়ান্স ২৬ তারিখ খেলবে ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে। ২৭ ফেব্রুয়ারি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে গুজরাট জায়ান্টস। ২৮ ফেব্রুয়ারি দিল্লি বনাম মুম্বই। বেঙ্গালুরু পর্বে ১ মার্চ শেষ ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।
৩ মার্চ লখনউ পর্ব শুরু। প্রথম ম্যাচেই ইউপি ওয়ারিয়রজের সামনে গুজরাট জায়ান্টস। ৬ মার্চ ইউপি ওয়ারিয়রজ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৭ তারিখ গুজরাটের সামনে দিল্লি। ৮ তারিখ ইউপি ওয়ারিয়রজের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ মার্চ থেকে মুম্বই পর্ব। প্রথম দিনই মুম্বইয়ের সামনে গুজরাট। ১১ মার্চ মুম্বই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ১৩ মার্চ এলিমিনেটর। ১৫ মার্চ ফাইনাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!