- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
- আগস্ট ১৬, ২০২২
মুখ্যমন্ত্রীর অঙ্গীকার, স্বাস্থ্যসাথী কার্ডে নিঃখরচায় ক্যান্সারসহ ৭০ রোগের চিকিৎসা
স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে উপহার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চিত্র সংগৃহিত
ক্যান্সারসহ ৭০টি রোগের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডে। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে উপহার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজ্যের প্রায় ১০ লক্ষ মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে। সরকারি বেসরকারি সব হাসপাতালে এ কার্ড প্রযোজ্য।
এই জনমুখী প্রকল্পকে কীভাবে রোগের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, তা খতিয়ে দেখতে স্বাস্থ্যসাথীর টাস্ক ফোর্স আলোচনা শরু করেছে। স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তার জানিয়ে দেন, নিঃখরচায় জটিল রোগের চিকিৎসা দেশের অন্য কোথাও হয়েনি। বাংলায় এবার হবে!
❤ Support Us