Advertisement
  • দে । শ
  • মার্চ ৮, ২০২২

১৬ দিন পর জেল মুক্ত মীনাক্ষী। স্বাগত জানাতে গিয়ে গ্রেফতার সৃজন-ময়ূখ সহ ১৬ যুবকর্মী ।

রাসবিহারী মোড়ে উত্তেজনা । পুলিসের সঙ্গে ধস্তাধস্তি ।

আরম্ভ ওয়েব ডেস্ক
১৬ দিন পর জেল মুক্ত মীনাক্ষী। স্বাগত জানাতে গিয়ে গ্রেফতার সৃজন-ময়ূখ সহ ১৬ যুবকর্মী ।

ছবি: সংগৃহীত ।

১০ দিন জেলে আটক থাকার পর জামিনে মুক্ত ডিওয়াইএফএ-র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে অভিনন্দন জানাতে গিয়ে গ্রেফতার হলেন যুব নেতা সৃজন ভট্টাচার্য ও ময়ূখ বিশ্বাস। বুধবার আলিপুর মহিলা সংশোধনাগার থেকে ১টা নাগাদ মুক্তি দেওয়া হয় মীনাক্ষীকে । তাঁকে স্বাগত জানাতে সংশোধনাগার চত্বরে জড়ো হয়েছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সর্বভারতীয় সাধারণ সম্পাক ময়ূখ বিশ্বাস সহ বাম ছাত্র-যুবরা সংগঠনের বহু নেতা কর্মী ।

মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজাতে কিংবা স্লোগানি দিতে নিষেধ করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সংসোধনাগার চত্বর থেকে ভবানীপুর থানা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় । মিছিল রাসবিহারী মোড়ে পৌঁছলে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ তৎপর হয়ে ওঠে। শুরু হয় ছাত্র-যুবদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি । এখানেই গ্রেফতার করা হয় সৃজন ভট্টাচার্য-ময়ূখসহ ১৬ বাম যুবনেতা ও কর্মীকে।

জেলমুক্তির পর এদিন মীনাক্ষী বলেছেন, ‘পাঁচলায় এসপি অফিসের সামনে ২৬ ফেব্রুয়ারি কী হয়েছিল, সবাই তা দেখেছেন । আমি এখনও বলছি— আনিস খানের হত্যাকারীরা শাস্তি পায়নি। শাস্তির দাবিতে আন্দোলন চলবে। আমরা রাস্তায় ছিলাম। রাস্তায় থাকব।’ জানা গেছে গ্রেফতার হওয়ার আগেই পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন মীনাক্ষী। এবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে । রাসবিহারী মোড় থেকেই তাঁর গাড়ি আজ আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে ছিলেন মীনাক্ষীর মা-বাবা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!