Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৬, ২০২৪

দলের মহিলা কর্মীকে কুরুচিকর মন্তব্য, অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা।সন্দেশখালিতে আবারও প্রকাশ্যে গেরুয়া কোন্দল

আরম্ভ ওয়েব ডেস্ক
দলের মহিলা কর্মীকে কুরুচিকর মন্তব্য, অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা।সন্দেশখালিতে আবারও প্রকাশ্যে গেরুয়া কোন্দল

সন্দেশখালির বিজেপি কর্মী পিয়ালি দাস এবার দলেরই নেতাদের বিরুদ্ধে তাঁকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ আনলেন। মাম্পির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি কর্মীকে। পুলিশ জানায় ধৃত ওই বিজেপি কর্মীর নাম অর্ণব পাত্র।

বিজেপি নেত্রীর অভিযোগ, বৃহস্পতিবার সন্দেশখালির রাজকুমার মার্কেটে সদস্য সংগ্রহ অভিযান চলছিল। সেখানে বিজেপি নেতা বিকাশ সিং, মন্ডল সভাপতি বিপ্লব দাস সহ অনেকেই ছিলেন। বুধবার সকালে রাজকুমার মার্কেটের পাশ দিয়ে যাবার সময় বিজেপির ওই অনুষ্ঠান স্থল থেকে পিয়ালির উদ্দেশে আপত্তিকর অশালীন মন্তব্য করা হয়। সঙ্গে নেত্রীর স্বামী ও মা ছিলেন। এই ঘটনায় সন্দেশখালির থানায় বিকাশ সিং, রতিকান্ত ঢালি সহ ৪ জনের নামে অভিযোগ দায়ের করেন পিয়ালি দাস ওরফে মাম্পি। পিয়ালি বলেন, ‘‌বুধবার সকালে বাড়ি ফেরার পথে বিকাশ সিং, রতিকান্ত ঢালি সহ কয়েকজন আমাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানোর পাশাপাশি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।’‌

অন্যতম অভিযুক্ত, জেলা বিজেপির আহ্বায়ক বিকাশ সিং বলেন, ‘‌এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হয় ভুল বুঝে, নয়তো প্রচারের আলোয় আসতে এই ধরনের অভিযোগ আনছেন বিজেপি মহিলা কর্মী।’‌ বিকাশ বলেন, ‘‌দলের সদস্য সংগ্রহ অভিযান চলছিল। তিনি কখন ওখান দিয়ে যাচ্ছিলেন আমরা জানি না।’‌ তবে লোকসভা বসিরহাটে কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র–‌র শোচনীয় পরাজয়ের পর সন্দেশখালিতে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে। বিজেপির একাংশ দলের ওপর তলার নেতাদের ‘‌থ্রেট কালচার’‌–‌র শিকার। মাম্পির অভিযোগ সেটাই প্রকাশ্যে এনেছে। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!