শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চিত্র : সংবাদ সংস্থা
রুশ ক্ষেপনাস্ত্র হামলায় ভগ্নস্তূপে পরিণত হল ইউক্রেনের অন্যতম প্রাচীন গির্জা ট্রান্সফিগারেশন ক্যাথিড্রাল। দেশের দক্ষিণে অবস্থিত ওডেশা নামক বন্দর শহরটিতে বেশ কয়েকদিন ধরেই একাধিকবার আক্রমণ চালাচ্ছিল মস্কো। এবার সরাসরি ধর্মীয় উপাসনাস্থলের মধ্যে হামলা চালানো শুরু হয়েছে বলে দাবি কিয়েভ প্রশাসনের। ধবংসাবশেষের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে রাশিয়াকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন তাঁরা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওডেশাতে শনিবার রাত থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ১৯ রকমের ক্ষেপনাস্ত্র ফেলা হয়েছে। ছ’টি আবাসন ধ্বংস হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চার জন শিশু সহ ২২জন বোমা ফেটে আহত হয়েছে। তাঁদের গুরুতএ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা ২।
সোমবার দেশের অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে রুশ সেনা। সকালে চ্যাসিভ ইয়ারে গোলাবর্ষণ করে তাঁরা। যুদ্ধবিধ্বস্ত বাখমুট শহরের পশ্চিমে ডনেৎস্ক অঞ্চলে এই অবস্থিত এ শহর। ইউক্রেনের দাবি, এখানে ক্লাস্টার বোমা ফেলা হয়েছে। যা ফেটে আগুন ধরে যায় ‘প্যালেস অব কালচার’-এ। প্রাসাদটি এখন মানবাধিকার কমিশনের দফতর হিসেবে ব্যবহার করা হয়। তবে, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
ইউক্রেনের ওডেশার গির্জায় রুশ হামলা এ প্রথম নয়। ১৯৩৯ সালে এখানে সোভিয়েত হামলায় ক্ষতিগ্রস্ত হইয় উপাসনাস্থলটি । পরবর্তীকালে স্বাধীন ইউক্রেন গঠিত হলে ২০০০৩ সালে এটি পুনর্নিমিত হয়। জাতিসংঘ এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে বলা দরকার, রাশিয়া আতর্জাতিক মঞ্চে এ নিয়ে বহুবার আপত্তি জানিয়েছে। যদিও তা গ্রাহ্য করা হয়নি। সম্প্রতি, কৃষ্ণ সাগরের মাধ্যমে নিরাপদে শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তাই আবার নতুন করে প্রবল আক্রমণ নামিয়ে আনছে বলে ইউক্রেনীয় সূত্রে দাবি করা হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34