Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৩

বাজেট ছাড়িয়েছে খরচ, ২০২৪ এর অলিম্পিক ঘিরে চিন্তায় আয়োজক ফ্রান্স

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজেট ছাড়িয়েছে খরচ, ২০২৪ এর অলিম্পিক ঘিরে চিন্তায় আয়োজক ফ্রান্স

২০২৪ প্যারিস অলিম্পিক নিলামের সময় প্যারিস কমিটি অলিম্পিক আয়োজনের খরচ সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। তাই এখন অলিম্পিক আয়োজন করতে গিয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে। এমনই জানিয়েছে ফ্রান্সের কোর্ট অফ অডিট। প্রয়োজনে অলিম্পিকের বাজেটে কাটছাটও হতে পারে বলেও এক প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেই বাজেট কমাতে গিয়ে অ্যাথলিটদের পরিষেবায হ্রাস করা হতে পারে।

২০২৪ প্যারিস অলিম্পিকের বাজেট কোজো নামে পরিচিত। ২০১৭ সালে সফল বিডের সময় সম্ভাব্য আয়োজনের খরচ ধরা হয়েছিল প্রায় ৩.৩ বিলিয়ন ইউরো। এবং ২০২২ সালের শেষ নাগাদ এই সম্ভাব্য খরচের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪.‌৪ বিলিয়ন ইউরো। এই বাজেট বৃদ্ধি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আয়োজক কমিটি সঠিকভাবে বাজেট মূল্যায়ন করতে পারেনি। আর্থিক মুদ্রাস্ফীতির কারণে ২০২২ সালে বাজেট সংশোধনের সময় অতিরিক্ত ৪০০ মিলিয়ন ইউরো যোগ করা হয়েছিল। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না।

কেন বাজেট ক্রমেই বেড়ে চলেছে, এই ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষ কোজো অলিম্পিকের বিভিন্ন নির্মাণ সাইটগুলির দায়িত্বে থাকা সংস্থা এবং গেমসের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য সংস্থাগুলি ধারাবাহিকভাবে পরিদর্শন করে। অভিযান চালানোর পরে আসল কারণ খুঁজে পেয়েছে। আর এই বাজেট সীমাবদ্ধ করার জন্য বিভিন্ন প্রকল্পে হাত দেওয়া হচ্ছে। যেমন প্যারিসে মেট্রো রেলের সম্প্রসারণ থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্টেও পরিষেবা হ্রাস করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!