Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

“একুশের শতক এশিয়ার শতক”, আসিয়ান বৈঠকে অতিমারি পরবর্তী সহযোগিতার আহ্বান মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
“একুশের শতক এশিয়ার শতক”, আসিয়ান বৈঠকে অতিমারি পরবর্তী সহযোগিতার আহ্বান মোদির

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ভারত-আসিয়ান শীর্ষবৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে পূর্ব এশিয়ার ‘কণ্ঠস্বর’ আরও জোরালো করার বার্তা দিলেন। এই সম্মেলন থেকে প্রধানমন্ত্রী যখন এমন বার্তা দিচ্ছেন, প্রসঙ্গত তার কয়েক ঘণ্টা পরেই নয়াদিল্লিতে জি২০ শীর্ষবৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
তিন বছর আগে জি ২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানিয়েছিলেন, উন্নত দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলিও যাতে কোভিডের টিকা পেতে পারে।

এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র ভারত, চীন,জাপান আসিয়ানের সদস্য। এই দেশগুলিতে প্রায় ২০০ কোটি মানুষের বসবাস।ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী  মনমোহন সিংহের শাসলকালে ‘লুক ইস্ট’ নীতি গ্রহণ করে আসিয়ান-ভুক্ত দেশগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছিল তৎকালীন ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ে আসিয়ানের দৃষ্টিভঙ্গিকে ভারত সমর্থন করে। শুধুমাত্র আর্থিক এবং বাণিজ্যিক লেনদেনের মধ্যে আসিয়ানকে সীমাবন্ধ না রেখে আসিয়ানকে বিশ্বের উন্নয়নে বৃহত্তর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘‘একবিংশ শতক এশিয়ার শতক। অতিমারি পরিস্থিতিতেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।’’

জাকার্তায় পূর্ব এশিয়ান সম্মেলনে আমন্ত্রিত দেশ হিসাবে থাকছে চিন, আমেরিকা, জাপানের প্রতিনিধিরাও। তবে সময়ের স্বল্পতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন না। শনিবার থেকে নয়া দিল্লিতে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। তাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার তাড়া রয়েছে। তাই ভারতের প্রধানমন্ত্রীর অনুরোধেই সন্ধ্যায় নির্ধারিত পূর্ব এশিয়ান সম্মেলনকে দুপুরে এগিয়ে আনা হয়েছে বলে সাউথ ব্লক সূত্রের খবর।

চিনকে একটু চাপে রাখতেই এ বার আসিয়ান দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে মোদি সরকার, কুটনৈতিক মহলের এটাই ধারণা। এদিকে চীনের সদ্যপ্রকাশিত মানচিত্র নিয়ে বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। ভারতের পাশাপাশি, পূর্ব এশিয়ার অনেক দেশ ঐক্যবদ্ধ হয়ে চীনের প্রকাশ করা মানচিত্র ইস্যুতে চীনের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে। অভিযোগ, নিজেদের মানচিত্রে অন্য দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ভৌগোলিক সম্প্রসারণবাদের বার্তা দিয়েছে বেজিং। এটা ঠিক নয় বলেও ভারতের পাশে দাঁড়িয়েছে পূর্ব এশিয়ার অনেক দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!