Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৯, ২০২৩

মধ্যপ্রদেশের খারগোনেতে সেতু থেকে নদীতে যাত্রীবোঝাই বাস। মৃত অন্তত ১৫জন, জখম ৫০জন

মৃত বাসযাত্রীদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যপ্রদেশের খারগোনেতে সেতু থেকে নদীতে যাত্রীবোঝাই বাস। মৃত অন্তত ১৫জন, জখম ৫০জন

কেরলের মালাপ্পুরমে মর্মান্তিক নৌকাডুবির ঘটনার রেশ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের খারগোনেতে। সূত্রের খবর, যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে গড়িয়ে পড়ে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, তাতে অন্তত ১৫জনের মৃত্যু হয়েছে। এছাড়া জখম হয়েছেন ২৫জন। বাসটিতে ৫০জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে। যে বাসটি সেতু থেকে গড়িয়ে পড়েছে, সেটি ইন্দোর যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় ডনগারগাঁও সেতুতে।

মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজ শুরু করেন। এরপর ঘটনাস্থলে আসেন জেলাশাসক শিবরাজ সিং ভার্মা। তিনি উদ্ধারের কাজের তদারকি করছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পরে মৃত বাসযাত্রীদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া গুরুতর জখম এবং জখমদের চিকিৎসা বাবদ যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রশাসন জানিয়েছে, এদিনের দুর্ঘটনায় জখমদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ধরমবীর সিং বলেছেন, উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন পুলিশকর্মীরা। জখমদের উদ্ধারের জন্যে দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে।

দেশের অন্য প্রান্ত থেকেও মিলেছে সড়ক দুর্ঘটনার সংবাদ। সূত্রের খবর, গত রবিবার বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের একটি বাস মুম্বইয়ের আন্ধেরি শহরতলির একটি দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বাসের চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!