Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৯, ২০২৪

সন্দেশখালি নিয়ে ৩ নম্বর ভিডিও রাজ্যে আবার শোরগোল তুলেছে। নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির দরবারে সন্দেশখালির মহিলারা কারা?‌ রেখাকে ভয় পাচ্ছে তৃণমূল, দাবি শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
সন্দেশখালি নিয়ে ৩ নম্বর ভিডিও রাজ্যে আবার শোরগোল তুলেছে। নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির দরবারে সন্দেশখালির মহিলারা কারা?‌ রেখাকে ভয় পাচ্ছে তৃণমূল, দাবি শুভেন্দুর

এক, দুই, তিন!‌ সন্দেশখালি নিয়ে ৩ নম্বর ভিডিও সামনে এল। যা নিয়ে শোরগোল পড়ে গেছে। সন্দেশখালির ঘটনা নতুন মোড় নিয়েছে। বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে নির্যাতিতা সাজিয়ে সন্দেশখালি মহিলাদের নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূল নেতা (‌বর্তমানে জেলে)‌ শিবু হাজরার কাছ থেকে মাসোহারা নেওয়ার। এবার সন্দেশখালির ঘটনায় তৃতীয় ভিডিও প্রকাশ্যে আসায় রাজ্যের শাসক ও বিরোধী শিবিরে তরজা তুঙ্গে। বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারি বলেন, এসব ভিডিও টাকা দিয়ে ভাইপো ও আই প্যাক করিয়েছে। তিনি বলেন, ‘‌ওরা ফাঁদে পা দিয়েছে এবার ভাইপো ও আই প্যাককে প্যাকেট করবো।’‌ অন্যদিকে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌বিজেপির কোন সংগঠন নেই । পয়সা দিয়ে রাজনীতির ময়দানে লড়াইতে নেমেছে।’‌ সুকুমার আরও বিস্ফোরক কথা বলেছেন, ‘‌আমার কাছে তালিকা আছে কাদের কাছে প্যাকেট প্যাকেট টাকা গেছে। পাত্রপাড়ায় রাতের মদ মাংসের আসর বসিয়ে কিছু সংবাদ মাধ্যম কী ভাবে নাটক সাজিয়েছে। সব সত্য সামনে আসবে।’‌

তৃতীয় এই ভিডিওতে দেখা যাচ্ছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, পিয়ালি ওরফে মাম্পি দাস সহ কয়েকজন মহিলা সন্দেশখালির নির্যাতিতা হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন (‌যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরম্ভ)‌। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বলতে শোনা যাচ্ছে, ‘‌আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছি । তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমাদের কি জানিয়েছিলেন, আমরা আন্দোলনের মুখ। মানে আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা কে দিয়েছে?‌ টিএমসি পার্টি থেকে কি উনি শিবু হাজরার থেকে কি গোপনে গোপনে.‌.‌.।‌’‌

রেখার পাশে দাঁড়িয়ে পিয়ালি ওরফে মাম্পি দাস বলছেন, ‘‌আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম, রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা।’‌ পাশের আরেক মহিলা পাপিয়া দাস তখন বলছেন, ‘‌আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রী পিএম স্যারের সঙ্গে দেখা করতে। তাহলে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল।’‌ মাম্পি তখন বলেন, ‘‌খবর পেয়েছি অনুপ দাস নিয়ে গিয়েছিল। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবু কাছ থেকে মাস গেলে ১০ হাজার টাকা করে নিত। মাস গেলে শিবু হাজরার কাছ থেকে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে পদ্মা মন্ডলও গিয়েছিল। তাহলে কি আমরা এটাই জানব যে পদ্মা মন্ডল টিএমসির লোক, ওপরে ওপরে বিজেপি করে?’‌‌

যে অনুপ দাসের কথা এখানে বলা হচ্ছে তিনি বিজেপির যুব মোর্চার নেতা । ভিডিও যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে অনুপ দাস বলেন, ‘‌রাষ্ট্রপতি আসন দেশের সর্বোচ্চ পদ। সেখানে এসব সাজানো ব্যাপার চলে না। যাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা সন্দেশখালির নির্যাতিতা।’‌ অনুপ বলেন, ‘‌আমি ৩০ বছর বিজেপির রাজনীতি করছি পাপিয়া বলে কাউকে চিনি না। যদি নতুন এসে থাকেন আলাদা কথা।’‌ রেখা পাত্র যে মন্তব্য করেছেন তা নিয়ে অনুপ বলেন, ‘‌রেখা এরকম কথা বলতে পারে না।’‌ এদিকে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বিস্ফোরক মন্তব্য করেছেন। বিজেপির পয়সা দিয়ে কখন কাকে দিয়ে কী অভিনয় করাবে বলা মুশকিল। তিনি বলেন, সন্দেশখালির মহিলাদের কে কে ২ হাজারল টাকার প্যাকেট পেয়েছে তার লিস্ট আমার কাছে আছে। সুকুমার এও বলেন, সন্দেশখালির মহিলারা এত সস্তা নন যে ২ হাজার টাকায় বিক্রি হয়ে যাবেন। ’‌ এদিকে সন্দেশখালি থানার পুলিশ বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসকে তলব করেছে। ৩ দিনের মধ্যে মাম্পিকে সন্দেশখালি থানায় হাজিরার নির্দেশ দিয়েছে। মাম্পির বাড়িতে নোটিশ পাঠিয়েছে পুলিশ। মাম্পির বিরুদ্ধে অভিযোগ তিনি সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ লিখিয়ে নিয়ে মহিলাদের মিথ্যা মামলা যুক্ত করেছে। অভিযোগ তুলে নিতে চাইলে প্রাণনাশের হুমকি, ২০ লক্ষ টাকা জরিমানার ভয় দেখাচ্ছেন। সন্দেশখালির থানায় মহিলারাই মাম্পির বিরুদ্ধে অফিযোগ দায়ের করেন। এদিন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র মনোনয়ন পেশ করেন বারাসতে। রেখার মনোনয়ন পেশের মিছিলে শামিল হন শুভেন্দু অধিকারি। ৩ কিলোমিটার মিছিল করে বারসাতে মনোনয়ন পেশ করেন বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, বারাসতের প্রার্থী স্বপন মজুমদার। শুভেন্দু দাবি করেন, উত্তর ২৪ পরগনার ৫ আসনেই জিতবে বিজেপি। তিনি বলেন, ‘‌একজন গরিব দলিত কন্যা রেখা পাত্রকে পিসি–‌ ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই আমাদের গর্বের।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!