- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৫, ২০২৩
জম্মু কাশ্মীরের দোদায় ৩০০ ফুট খাদে বাস, দুর্ঘটনা মৃত বহু
বুধবার জম্মু ও কাশ্মীরের দোদা জেলার আসার এলাকায় একটি গভীর খাদে একটি বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আহত হয়েছেন ১৯ জন। এর মধ্যে ৬ জনের অবস্থা খুবই আশঙ্কাজমক, আঘাত গুরুতর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাঁচজন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতদের কিশতওয়ারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোদার সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে।
দোদা জেলা কমিশনার হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আরও আহতদের সরিয়ে নিয়ে যেতে হেলিকপ্টার সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে বলেও মন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে জানান।
স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘতায় পড়া বাসটির নম্বর JK02CN-6555। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নিচের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার তদন্ত করে কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে প্রশাসন।
❤ Support Us