Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৪

ভয়াবহ সড়ক দুর্ঘটনা দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে, নিহত ৪, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভয়াবহ সড়ক দুর্ঘটনা দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে, নিহত ৪, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার পর্যটকের। বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুরে ১১৬ বি দীঘা- নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা থানা এলাকার দইসাইতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গেছে। একটি কালো চারচাকা গাড়ির সাথে কলকাতাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এমন ঘটনা ঘটেছে বলে খবর।
দুর্ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ওই গাড়ির চারজন যাত্রী। তাঁদের পরিচয় এখনও অজ্ঞাত। গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও নম্বর প্লেট কিছুটা অক্ষত। তা দেখে জানা গেছে গাড়িটি নদীয়া জেলার। পুলিশ অকুস্থলে পৌঁছলেও দেহগুলি গাড়ি থেকে বার করতে পারেনি। শেষে গ্যাস কাটার দিয়ে তা বার করা হয়।
ঝড়েশ্বর বেরা  নামক একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সকালে যাচ্ছিল দীঘার উদ্দেশ্যে। অত্যন্ত দ্রুতগতিতে থাকা গাড়িটি হঠাৎ রাস্তার বামদিক থেকে ডানদিকে চলে যায়। তখনই সামনে পড়ে যায় ওই কলকাতাগামী যাত্রীবাহী বাসটি।পরক্ষনেই বীভৎস শব্দে  গাড়িটি বাসটির সামনের দিকে ঢুকে যায়। ‘  চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে অনুমান করছে পুলিশ।
ঝড়েশ্বর জানাচ্ছেন, ‘নামেই জাতীয় সড়ক। কিন্তু এই অংশে রোজই কোনো না কোনো দুর্ঘটনা লেগেই আছে। বহু জায়গায় রাস্তা খুবই সংকীর্ণ। আর এই রাস্তাটি দিঘা-তাজপুর-মন্দারমনিকে সংযুক্ত করছে, ফলে রোজই ভিড় বাড়ছে পর্যটকদের। এর জন্য জাতীয় সড়কের সম্প্রসারণ করা খুবই জরুরি। পাশাপাশি রাস্তাটিতে যানবাহন চলাচলও একমুখী  করে দেওয়া দরকার। কিন্তু একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। কেন্দ্র রাজ্য কারোর মধ্যেই রাস্তা সম্প্রসারণ নিয়ে কোনো  উদ্যোগ নেই।’

বৃহস্পতিবার কাঁথি শহরে রোড শো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এই দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে  আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!