- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৭, ২০২৩
৪ সদ্যোজাতর পরপর মৃত্যু । স্বাস্থ্য দফতরের নির্দেশে হাবরায় নার্সিংহোমে তালা
হাবড়ার একটি বেসরকারি নার্সিংহোমে পরপর চারটি শিশুর মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের কাছে এই খবর পৌঁছতেই নার্সিংহোম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। একটি নোটিস জারি করে বেসরকারি ওই নার্সিংহোমটি বন্ধ রাখতে বলেছেন বারাসাতের এসডিও। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো নোটিস পাওয়ার পর নার্সিংহোম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে কী কারণে এই শিশুদের মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
গত নভেম্বর মাসে হাবরার বেসরাকারি এক নার্সিংহোমে তিন সদ্যোজাত জন্মানোর পরই অসুস্থ হয়ে পড়ে। তাদের নিয়ে যাওয়া হয় ফুলবাগান শিশু হাসপাতালে। সেখানে মৃত্যু হয় তাদের। এরপর আরও এক সদ্যোজাতর হাবরার বেসরকারি ওই হাসপাতালে জন্মানোর পর অসুস্থ হয়ে পড়ে। তাকে কলকাতার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে হাবরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এই শিশু মৃত্যুর খবর জেলা স্বাস্থ্য দফতরের নজরে আসে। এরপর বৃহস্পতিবার স্বাদ্য দফতরের একটি দল ওই নার্সিংহোম পরিদর্শনে আসেন। এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগগুলি শুধরে নেওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছেন আধিকারিকরা। জেলা স্বাস্থ্য প্রশাসন এর পরেই নার্সিংহোম বন্ধের নোটিস জারি করা হয়।
এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, “সরকারি নির্দেশ অবশ্যই মানা হবে। বেশিরভাগ স্বাস্থ্য কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। যেদিন থেকে প্রশাসন আবার আমাদের নার্সিং হোম চালু করতে বলবে সেদিন থেকে আমরা আবার নার্সিংহোম চালু করব।” সরকারি এই নির্দেশ না আসা পর্যন্ত হাবড়ার এই বেসরকারি নার্সিংহোম বন্ধ থাকছে।
❤ Support Us