- দে । শ
- মে ১, ২০২৪
শ্রমদিবসেই তামিলনাড়ুতে প্রাণ গেল চার পাথর খাদান শ্রমিকের

আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রাক্কালে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন পাথর খাদানের চার শ্রমিক । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগরের কারিয়াপাত্তি অঞ্চলে । পাথর ভাঙার জন্য গাড়ি থেকে বিস্ফোরক নামানোর সময় অসাবধানতাবশত ঘর্ষণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খাদানটিতে মূলত নুড়ি পাথর ভাঙার কাজ হত । বিস্ফোরণে দুটি গাড়িও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার অভিঘাতে আশেপাশে প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত কেঁপে উঠেছে বলে জানিয়েছেন অঞ্চলের আবাসিকরা ।
ঘটনাস্থলটি প্রান্তিক এলাকায়, ফলে উদ্ধার কাজ শুরু করতেও খানিকটা দেরি হয়েছে । পাশাপাশি বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে দমকল এবং পুলিশ কাছাকাছি যেতে পারেনি সহজে । বিরুধু নগরের উদ্ধারকারী সংবাদ সংস্থাকে জানিয়েছে উদ্ধারকার্য এখনও জারি আছে । বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ।
❤ Support Us