Advertisement
  • দে । শ
  • মে ১, ২০২৪

শ্রমদিবসেই তামিলনাড়ুতে প্রাণ গেল চার পাথর খাদান শ্রমিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রমদিবসেই তামিলনাড়ুতে প্রাণ গেল চার পাথর খাদান শ্রমিকের

আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রাক্কালে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন পাথর খাদানের চার শ্রমিক । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগরের কারিয়াপাত্তি অঞ্চলে । পাথর ভাঙার জন্য গাড়ি থেকে বিস্ফোরক নামানোর সময় অসাবধানতাবশত ঘর্ষণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খাদানটিতে মূলত নুড়ি পাথর ভাঙার কাজ হত । বিস্ফোরণে দুটি গাড়িও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার অভিঘাতে আশেপাশে প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত কেঁপে উঠেছে বলে জানিয়েছেন অঞ্চলের আবাসিকরা ।

ঘটনাস্থলটি প্রান্তিক এলাকায়, ফলে উদ্ধার কাজ শুরু করতেও খানিকটা দেরি হয়েছে । পাশাপাশি বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে দমকল এবং পুলিশ কাছাকাছি যেতে পারেনি সহজে । বিরুধু নগরের উদ্ধারকারী সংবাদ সংস্থাকে জানিয়েছে উদ্ধারকার্য এখনও জারি আছে । বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!