- দে । শ
- ডিসেম্বর ১, ২০২৩
বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল ! আতঙ্ক পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে
শুক্রবার সকালে বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে পর পর বোমাতঙ্কের জেরে আতঙ্কে স্কুলগুলির পড়ুয়া ও অভিভাবকরা। শুক্রবার সকালে স্কুল কর্তৃপক্ষকে ইমেল করে স্কুলে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য বেঙ্গালুরু শহর জুড়ে। তবে পুলিশ বলছে, আতঙ্কের কোনও কারণ নেই, কোনও স্কুলেই তল্লাশি চালিয়ে বোমার কোনও সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এদিন স্কুল খোলার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের ৪৪টি বেসরকারি স্কুলে ইমেল পৌঁছায়। ওই ইমেলে দাবি করা হয়, স্কুলে বোমা রাখা আছে। যে কোনও সময় স্কুলগুলিতে বড় রকমের বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেল পাওয়ার পর স্কুলগুলিতে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে স্কুলে ছুটে যান, আতঙ্ক ছড়ায় শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যেও। বাড়তে থাকে আতঙ্ক।
ওই হুমকি ইমেল প্রথমে আসে খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ির সামনের একটি স্কুলে। তার পর জানা যায় শহরের অন্য প্রান্তের আরও ৪৩টি স্কুলে এই ধরনের ইমেল গিয়েছে। সঙ্গে সঙ্গে এই রহস্য উদ্ঘাটনে বেঙ্গালুরু পুলিশ তৎপর হয়ে অনুসন্ধান শুরু করেন। সবকটি স্কুলেই প্রাথমিকভাবে তল্লাশি চালানো হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কোনও স্কুল থেকে বোমার কোনও সন্ধান পায়নি।
স্কুলগুলিতে তল্লাশির চালাবার পর বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, কোনও স্কুলে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। এটা আসলে ভুয়ো হুমকি ইমেল। গত বছরও এই ধরনের ইমেল এসেছিল। তবে এই ইমেলগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব স্কুলেই তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিভাবকদের উদ্দেশে বেঙ্গালুরু পুলিশের আশ্বাস, এই ধরনের হুমকিতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কে বা কারা এই ধরনের ইমেল পাঠাচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। দোষী ধরা পড়বেই।
❤ Support Us