Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২৮, ২০২৩

৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু ১৮ জানুয়ারি।এবারের ফোকাল কান্ট্রি ইউনাইটেড কিংডম

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু ১৮ জানুয়ারি।এবারের ফোকাল কান্ট্রি ইউনাইটেড কিংডম

কলকাতার প্রাণের উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৪ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি, চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত। বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ফোকাল থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। ১২ বছর পর বইমেলায় অংশ নিচ্ছে জার্মানি ।

পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন  সুধাংশু দে। এবার ৪৭ তম বর্ষে পা রাখছে এই বইমেলা। সুধাংশুবাবু বলেন, “বাঙালির শারদোৎসবের পর সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই বইমেলা। প্রকাশনা সংস্থাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে গিল্ডের প্রতিনিধিরা স্পেন সফর করেছেন। বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিট-এ গিল্ডকে বলার ও অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের বোর্ড পরীক্ষা শুরুর জন্য এই বছর বইমেলা এগিয়ে আনতে হয়েছে। ২৬ লক্ষ বইপ্রেমী মানুষ ২০২৩ সালের বইমেলায় এসেছিলেন। বিশ্বের বৃহত্তম বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।  এই সাফল্যে আমরা যেমন আনন্দিত ,তেমন চিন্তিত। কারণ এবার আরও অনেক বেশি প্রকাশক স্টল চেয়েছেন কিন্তু আমাদের বইমেলার স্থান বা পরিসর একই আছে। তবে আমরা আরও বেশি সংখ্যক প্রকাশকের জন্য জায়গা করে দেওয়ার জন্য সচেষ্ট। আমেরিকা, ফ্রান্স,ইতালি, স্পেন, অস্ট্রিলিয়া সহ বিভিন্ন দেশ ২০২৪-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ গ্রহণ করছে।”

অনুষ্ঠানে উত্তর পূর্ব ভারতের ব্রিটিশ উপ রাষ্ট্রদূত ও ও ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের অধিকর্তা, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!