Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১০, ২০২৪

‌আর জি কর হাসপাতালের ৫১ জন চিকিৎসককে নোটিশ, তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আর জি কর হাসপাতালের ৫১ জন চিকিৎসককে নোটিশ, তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের উপযুক্ত বিচার ও আরও বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এর মাঝেই আর জি কর হাসপাতালে ৫১ জন চিকিৎসককে নোটিশ পাঠাল হাসপাতাল কর্তৃপক্ষ। এই ৫১ জন চিকিৎসককে ১১ সেপ্টেম্বর তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকতে পারবেন না।

সোমবার আর জি কর হাসপাতালের কলেজ কাউন্সিলের বিশেষ বৈঠক বসেছিল। এই বৈঠকে ৫১ জন চিকিৎসককে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতেই ৫১ জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে ২ সিনিয়র রেসিডেন্ট, ১ জন রিসার্চ সায়েন্টিস্ট, ২০ জন হাউস স্টাফ ও ১১ জনন ইন্টার্ন। এই ৫১ জনের বিরুদ্ধে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি, পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফেল করানো, আর্থিক অনিয়ম, বিভাগীয় প্রধানদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এরা প্রত্যেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

হাসপাতাল কর্তৃপক্ষর জারি করা নোটিশে আরও বলা হয়েছে, নোটিশ প্রাপ্ত এই ৫১ জন আপাতত হাসপাতালের কোনও কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনকি, হাসপাতাল চত্বরেও ঢুকতে পারবেন না। শুধুমাত্র তদন্ত কমিটি ডাকলে তবেই হাসপাতালে ঢুকতে পারবেন। বুধবার এদের তন্তন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দীপ ঘোছের অত্যন্ত ঘনিষ্ঠ সৌরভ পাল, আশিস পাণ্ডে, রোহন কুণ্ডুরা রয়েছেন এই তালিকায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!