Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৩

তুরস্ক-সিরিয়ার ভূকম্পনের ছায়া এবার তাজিকিস্তানে। ৬.৮ মাত্রার কম্পনে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

আরম্ভ ওয়েব ডেস্ক
তুরস্ক-সিরিয়ার ভূকম্পনের ছায়া এবার তাজিকিস্তানে। ৬.৮ মাত্রার কম্পনে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ভূমিকম্পের পর ভূমিকম্প। তুরস্ক-সিরিয়ার ধারাবাহিক ভূ-বিপর্যয়ের ছায়া এবার আফগানিস্থান-তাজিকিস্তানে। যদিও, জনবসতি কম হওয়ায় এখানে ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি।

সংবাদ সংস্থার খবর,বৃহস্পতিবার ভোরে ৫ টা ৩৭ মিনিটে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব তাজিকিস্তান-আফগানিস্থানের বিস্তীর্ণ এলাকা। আধ ঘণ্টা পর আবার আফটার শকের ফলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল মাটি থেকে ২০.৫ কিমি গভীরে। এটি আফগানিস্থান ও চিনের সীমান্তবর্তী গের্নো বাদাখশান এলাকা। পামির মালভূমি দিয়ে ঘেরা এই অঞ্চলে লোকসংখ্যা বেশ কম। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা এখানে নেই। তবে, এলাকায় ধস নামতে পারে, জানাচ্ছেন ভূ বিশেষজ্ঞরা। 


  • Tags:

Read by: 51 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!