শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভূমিকম্পের পর ভূমিকম্প। তুরস্ক-সিরিয়ার ধারাবাহিক ভূ-বিপর্যয়ের ছায়া এবার আফগানিস্থান-তাজিকিস্তানে। যদিও, জনবসতি কম হওয়ায় এখানে ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি।
সংবাদ সংস্থার খবর,বৃহস্পতিবার ভোরে ৫ টা ৩৭ মিনিটে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব তাজিকিস্তান-আফগানিস্থানের বিস্তীর্ণ এলাকা। আধ ঘণ্টা পর আবার আফটার শকের ফলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল মাটি থেকে ২০.৫ কিমি গভীরে। এটি আফগানিস্থান ও চিনের সীমান্তবর্তী গের্নো বাদাখশান এলাকা। পামির মালভূমি দিয়ে ঘেরা এই অঞ্চলে লোকসংখ্যা বেশ কম। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা এখানে নেই। তবে, এলাকায় ধস নামতে পারে, জানাচ্ছেন ভূ বিশেষজ্ঞরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34