- দে । শ
- মে ১২, ২০২৩
টাইটেল ৪২ মার্কিন অভিবাসন নীতির মেয়াদ শেষ আজই। সীমান্তে অপেক্ষারত অভিবাসীর ঢলের সামল কোন পথে ? উদ্বেগে বাইডেন প্রশাসন

করোনা পরিস্থিতির সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে জারি হওয়া সীমন্ত এবং অভিবাসন সংক্রান্ত নীতি টাইটেল ৪২ হিসেবে পরিচিত। শুক্রবার সীমান্ত সংক্রান্ত এই নীতির মেয়াদ শেষ হচ্ছে। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসীর ঢল। এঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্যে অপেক্ষারত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, অন্তত ৬০ হাজার অভিবাসী সীমান্ত পেরোনোর অপেক্ষায় রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঢল নামার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিতে পারে। বাইডেনের সেই আশঙ্কা কার্যত সত্য হল।
এদিকে টাইটেল ৪২ শীর্ষক সীমান্ত নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে বিরোধেরও সূত্রপাত হয়েছে। ডেমোক্র্যাটরা টাইটেল ৪২ -এর সমালোচনা করে অভিযোগ করেছে, ট্রাম্পের আমলে নতুন করে চালু হওয়া এই সীমা নীতির ফলে বহু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে পারেননি।
এব্যাপারে রিপাবলিকানদের পাল্টা বক্তব্য, টাইটেল ৪২ অভিবাসন নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশ আটকাতে জারি থাকাটাই যুক্তিযুক্ত। প্রসঙ্গত, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেভাগেই টাইটেল ৪২ নীতিকে হাতিয়ার করে পরস্পরকে দোষারোপের রাজনীতিতে নেমে পড়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফলাও করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে অপেক্ষারত দুর্দশাগ্রস্ত মানুষের খবরাখবর সম্প্রচারিত হচ্ছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি করুণ অবস্থা শিশুদেরও। দেখা দিয়েছে খাদ্যপানীয়ের তীব্র সঙ্কট। এদিকে সীমান্ত এলাকায় দিনের বেলা যেমন ভীষণ গরম, রাতে তেমনই কনকনে ঠাণ্ডা।
এধরনের ঘটনা গত কয়েক দশকের নিরিখে অভূতপূর্ব বলে দাবি করেছেন সীমান্তে কর্তব্যরত অভিবাসন দফতরের অভিজ্ঞ আধিকারিকরা। প্রসঙ্গত, ১৯৪৪ সালে সর্বপ্রথম টাইটেল ৪২ প্রণয়ন করা হলেও করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে টাইটেল ৪২ নতুন করে কার্যকর করা হয়। সূত্রের খবর, ২০২১-২০২২ আর্থিক বছরে টাইটেল ৪২ প্রণয়ন করে ২০ লক্ষ মানুষকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন সেদেশের সীমান্ত পেরিয়ে মার্কিন মুলুকে প্রবেশ করতে দেয়নি।
এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, টাইটেল ৪২ প্রত্যাহারের পরে তাঁদেরই মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত পার হয়ে মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যাঁরা মার্কিন মুলুকে আশ্রয় পাওয়ার যোগ্য। এক্ষেত্রে অভিবাসন দফতরের অফিসাররা কাগজপত্র যাচাই করবেন। এর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রত্যাশায় প্রতীক্ষারত বহু মানুষই চরম হতাশাজনক পরিস্থিতিতে পড়তে চলেছেন, সেকথাও বলার অপেক্ষা রাখে না।
❤ Support Us