Advertisement
  • দে । শ
  • জুলাই ১১, ২০২৪

২ বছরে ৭ মৃত্যু কাটোয়ায়। ভাগীরথীর ঘাট সংস্কার শুরু পুরসভার

আরম্ভ ওয়েব ডেস্ক
২ বছরে ৭ মৃত্যু কাটোয়ায়। ভাগীরথীর ঘাট সংস্কার শুরু পুরসভার

কাটোয়ার ভাগীরথীর বিভিন্ন ঘাট মরণফাঁদে পরিণত হয়েছে। স্নান করতে নেমে প্রায়ই জলে ডুবে মৃত্যু হচ্ছে। দুর্ঘটনা রুখতে বর্ষা নামার আগেই স্নানঘাটের মেরামতের কাজ শুরু করেছে কাটোয়া পুরসভা। আপাতত শহরের দুটি বিপজ্জনক স্নানঘাটের সিঁড়ির নিচের দিকে বোল্ডার-সহ শাল-বল্লা দিয়ে বাঁধাইয়ের কাজ চলছে।

কাটোয়া শহরের ভাগীরথীর দেবরাজ ঘাট ও সতীশ সাহার ঘাটে গত দু’বছরে স্নান করতে নেমে ৭ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকাবাসীর দাবি ছিল স্নানঘাট দু’টিকে অবিলম্বে সংস্কার করে স্নানের উপযোগী করে দেওয়া। এলাকার বাসিন্দাদের দাবি পূরণ করতে স্নানঘাটের নিচে বোল্ডার ও শাল-বল্লা দেওয়ার পর কংক্রিটের ঢালাই করে অতিরিক্ত সিঁড়ি তৈরি করে গার্ডওয়াল দেওয়া হচ্ছে। ঘাটের শেষ সিঁড়ির নিচে ছিল গভীর গর্ত। সেজন্য স্নান করতে আসা মানুষজন আচমকা গভীর জলে ডুবে তলিয়ে যেত। ঘাটের সিঁড়ির ধাপ বাড়িয়ে বোল্ডার দিয়ে গর্ত বুজিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে পুণ্যার্থীরা নদীর ঘাটে নির্ভয়ে স্নান করতে পারবেন বলে জানালেন পুরপ্রধান সমীর কুমার সাহা।

কাটোয়া শহরের পূর্ব পাশ দিয়ে বইছে ভাগীরথী। স্থানীয় মানুষের কাছে ভাগীরথী ‘মা গঙ্গা’ হিসেবে পরিচিত। পুণ্য অর্জনের জন্য বছরভর সংশ্লিষ্ট পূর্ব বর্ধমান জেলাতো বটেই, পার্শ্ববর্তী বীরভূম,পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার পুণ্যার্থীরা কাটোয়ার ভাগীরথীতে স্নান করতে আসেন। ঘাট বিপজ্জনক থাকায় দুর্ঘটনা ঘটেই চলেছে। কাটোয়া পুরসভা স্নানঘাটে সতর্কতামূলক পোস্টার দিয়েও দুর্ঘটনা ঠেকাতে পারেনি। অবশেষে স্নানঘাটের মেরামতের কাজ শুরু হল। সিঁড়ি তৈরির পাশাপাশি স্নান করতে আসা পুণ্যার্থীদের জন্য লোহার শিকলের ব্যবস্থাও করা হবে। স্নানঘাটের মেরামতের জন্য প্রাথমিক পর্যায়ে পুরসভার তরফ থেকে ৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দুটো ঘাটের কাজ শেষ হলে আরও দুটো স্নানঘাট সংস্কার করবে পুরসভা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!