Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৫, ২০২২

বোমা নিয়ে খেলতে গিয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, আহত এক

আরম্ভ ওয়েব ডেস্ক
বোমা নিয়ে খেলতে গিয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, আহত এক

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হল এক ৭ বছরের শিশুর। আহত আরও একজন। তার বয়স ১০ বছর। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের কাছে। আহত শিশুটিকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল থেকে আরও একটা বোমা উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে দুই শিশু রেললাইনের ধারে খেলা করছিল। সেই সময় একটা গোলাকার বস্তু তাদের চোখে পড়ে। সেটাকে তারা বল ভেবে খেলতে যায়। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যায় ৭ বছরের শিশুটি। আহত শিশুটিকে ছেলেটিকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।  পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী দল বিস্ফোরণের স্থান থেকে আর একটা তাজা বোমা উদ্ধার করেছে। রেললাইনের পাশে একটা ঝোপের মধ্যে ওই বোমা লুকিয়ে রাখা ছিল।
আহত শিশুর ঠাকুমা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‌আমার নাতি সকালে ঘুম থেকে উঠে রেললাইনের ধারে খেলতে গিয়েছিল। আগের রাতে যেহেতু কালীপূজো ছিল, অনেকেই বাজি পুড়িয়েছিল। কোন বাজি পড়ে আছে কিনা, বন্ধুর সঙ্গে খুঁজে বের করার চেষ্টা করছিল। তখনই ওই বোমা পায়। তারপর বল ভেবে খেলতে গিয়ে ফেটে যায়।’‌
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁকিনাড়া, ভাটপাড়া এবং জগদ্দলের মতো বেশ কিছু এলাকা শহরের শিল্পাঞ্চলের মধ্যে অবস্থিত। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি–র মধ্যে রাজনৈতিক সংঘর্ষের জন্য এই এলাকা বেশ কয়েকবার শিরোনামে এসেছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!