Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৮, ২০২৪

গণ-অসুস্থতার ছুটিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ কর্মী, ব্যাহত পরিষেবা। বাতিল ৮৬ উড়ান

আরম্ভ ওয়েব ডেস্ক
গণ-অসুস্থতার ছুটিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ কর্মী, ব্যাহত পরিষেবা। বাতিল ৮৬ উড়ান

ভারতের ঐতিহ্যশালী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় ৮৬টি আন্তর্জাতিক বিমানযাত্রা আজ বাতিল বলে ঘোষণা হয়েছে। সংস্থার সুত্রে জানা গেছে গত রাতে প্রায় ৩০০ কেবিন ক্রিউ  শেষ মুহূর্তে অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়েছেন। তাঁদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে সংস্থা তাঁদের সাথে যোগাযোগ করতেও পারেনি। ফলে পরিষেবা জনিত অসুবিধার কারণে এই বিমানগুলি বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার সুত্রে যাত্রী সাধারণের উদ্দেশ্যে বার্তা পৌঁছায় ,’যেসমস্ত যাত্রীদের আমাদের আজকের উড়ানে যাওয়ার কথা, তাঁরা বিমানবন্দরে আসার আগে দয়া করে জেনে নেবেন তাঁদের যাত্রা বাতিল ঘোষিত হয়েছে কিনা।’

অনেকের ধারণা, কেবিন ক্রুদের একটি অংশের মধ্যে টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার জন্য অসন্তোষ বৃদ্ধি পাওয়ার কারণে এমন ঘটেছে।এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন,’গত রাত থেকে কেবিন ক্রুদের এমন আচরণের জন্য বহু বিমান আমরা বাতিল করতে বাধ্য হয়েছি । বহু বিমানযাত্রায় বিলম্বও হয়েছে। তাঁদের এমন আচরণের তদন্তের পাশাপাশি যাত্রীদের যেন কোনোরকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার চেষ্টাও আমরা করে চলেছি।’

গত মাসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কেবিন ক্রুদের ইউনিয়নের তরফে অভিযোগ আসে, এয়ারলাইন তাঁদের সব কর্মচারীদের প্রতি সুবিচার করছেনা। বেশ কজন সিনিয়র ক্রু দাবি করেছেন এতে কর্মীদের কাজ করার অনিচ্ছা জাগছে। তাঁদের মনোবল তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে অসামরিক বিমান মন্ত্রকের কপালেও দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

যেসব যাত্রীদের যাত্রা বাতিল হয়েছে তাঁদের অনেকেই সামাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন।এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার তরফে ক্ষমা চেয়ে বলা হয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য যাত্রীদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এই পরিস্থিতিতেও আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর। তাই যেসমস্ত যাত্রীদের বিমান বাতিল হয়েছে তাঁদের সম্পূর্ণ টিকিটের দাম আমরা ফিরিয়ে দেবো অথবা সম্ভব হলে আমাদের তরফ থেকে তাঁদের অন্য আরেকদিনের বুকিং দেওয়া হবে। ‘


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!