Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩১, ২০২৩

কিরেনের মন্তব্যে তীব্র অসন্তোষ । নিন্দায় খোলা চিঠি ৯০ ভূতপূর্ব আমলার–নিজেই নিজের শপথ ভঙ্গ করেছেন আইনমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
কিরেনের মন্তব্যে তীব্র অসন্তোষ । নিন্দায় খোলা চিঠি ৯০ ভূতপূর্ব আমলার–নিজেই নিজের শপথ ভঙ্গ  করেছেন আইনমন্ত্রী

কয়েকদিন আগে একটা মিডিয়া কনক্লেভে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন, অবসরপ্রাপ্ত কয়েকজন বিচারক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করছেন। তাঁরা ভারত বিরোধী প্রচারের অংশ হয়ে উঠছেন। কেন্দ্রীয় আইন মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ৩২০ জন আইনজীবীও তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। এবার ৯০ জন প্রাক্তন আমলা আইনমন্ত্রী কিরেন রিজিজুর সমালোচনা করে তাঁকে খোলা চিঠি লিখেছেন।

বৃহস্পতিবার প্রাক্তন অসামরিক আমলারা আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একটি খোলা চিঠি লিখেছেন। তাতে  বলা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে এবং খুব সম্প্রতি ১৮ মার্চ ইন্ডিয়া টুডে কনক্লেভে আপনার  মন্তব্যের প্রতিক্রিয়ায় আপনাকে আমরা চিঠি লিখছি। ওইদিনের মন্তব্য কলেজিয়ামের ওপর সরকারের  সমন্বিত আক্রমণ।  নিইয়োগের ব্যবস্থা দেশের  সুপ্রিম কোর্ট এবং  বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভর করে। আমরা দ্ব্যর্থহীনভাবে আপনার মন্তব্যের তীব্র নিন্দা করছি।

কলেজিয়ামের  পাঠানো নামগুলি বছরের পর বছর ধরে ফেলে রাখা হয়। অনুমোদন ছাড়াই ফেরত দেওয়া হয়।  সাংবিধানিক নিয়ম  লংঘন করে বিশিষ্ট  কেরিয়ারের প্রার্থীদের সরকার প্রায়ই  গ্রহণ করতে অস্বীকার করে। আমরা সুপ্রিম কোর্টে  কলেজিয়ামের সমালোচনা দেখে বিস্মিত।  একই সঙ্গে বলছি,  সরকার এবং সুপ্রিম কোর্টের মধ্যে কোনও দ্বন্দ্ব ছিল না।  এখন  ভারতীয় নাগরিকদের মনে হচ্ছে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন,  প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং, প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাই, প্রাক্তন পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবং প্রাক্তন স্বাস্থ্য সচিব কে সুজাতা রাওয়ের মতো বহু  সুপরিচিত, পূর্বতন আমলা। তাঁরা চিঠিতে খোলাখুলি লিখেছেন, আইনমন্ত্রী হিসেবে যদি আপনার মতামত প্রকাশ করা বা জনগণের  ফোরামে আলোচনা করতে দ্বিধা  থাকে, তাহলে আপনি একাধিক মঞ্চে প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনাকে একটা সহজ সত্যের কথা মনে করিয়ে দিতে চাই, দেশের সমস্ত অঙ্গ ভারতের সংবিধানের কাছে দায়বদ্ধ। কোনো সরকার শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে   আইনসভা এবং বিচার বিভাগের সাংবিধানিক বিধির ওপর  আক্রমণ চালাতে  পারে না। মন্ত্রী হিসেবে  আপনি  নিজেই  আপনার  শপথ ভঙ্গ করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!