- দে । শ
- মার্চ ৬, ২০২৩
উস্তিতে গুলিবিদ্ধ ব্যবসায়ী। আহত ব্যক্তির অবস্থা সংকটজনক। গ্রেফতার ১। পুলিশি তদন্ত অব্যাহত
চিত্র : সংবাদ সংস্থা
উস্তিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ হলেন। তোলা না দেওয়ার অভিযোগে স্থানীয় এক গুণ্ডার গুলিতে জখম হলেন তিনি। আহত অবস্থায় প্রথমে ডায়মণ্ডহারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে, তাঁর শারীরিক অবস্থার উন্নতির কোনো লক্ষণ না দেখে এসএসকেএমে তাঁকে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনায় অভিযুক্ত রেজাউল ওরফে ওরফে ছোটো মাটালকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্রর সন্ধান মিলেছে।
আহত ব্যবসায়ীর নাম নিখিল কুমার সাহা। ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে উস্তি থানার অন্তর্গত হটুগঞ্জ বাজারে মুদিখানার দোকান চালাচ্ছেন৷ এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য কুখ্যাত রেজাউল কয়েকদিন আগে তাঁর কাছে টাকা চান। কিন্তু, তিনি তা দিতে অস্বীকার করেন। রবিবার রাতে দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে পিছন থেকে গুলি করা হয়। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উস্তি থানার পুলিশ। অভিযুক্ত রেজাউলকে রাতেই গ্রেফতার করা হয়। । ঘটনায় আর কেউ যুক্ত কিনা তার জন্য তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা ।
চিকিৎসকরা জানিয়েছেন রেজাউলের অবস্থা সংকটজনক। কারণ গুলি তাঁর মেরুদণ্ডে আটকে রয়েছে। এখনো এসএসকেমে ডাক্তারদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে সুস্থ করবার আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তাররা।
❤ Support Us